টাকা জমা রাখায় স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম, অবশ্যই জানুন

দেশের একটা বড় সংখ্যক মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিজেদের টাকা জমা রাখেন। এবার টাকা জমা রাখায় নতুন নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শহর, আধা শহর, গ্রাম, মফস্বল, প্রত্যেকটি জায়গার জন্য আলাদা আলাদা নিয়ম এনেছে তারা। আপনি যদি স্টেট ব্যাঙ্কে টাকা রেখে থাকেন, তাহলে অবশ্যই নতুন নিয়ম এবং শর্তগুলো জেনে নিন।

Updated By: Mar 31, 2017, 12:07 PM IST
টাকা জমা রাখায় স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম, অবশ্যই জানুন

ওয়েব ডেস্ক: দেশের একটা বড় সংখ্যক মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিজেদের টাকা জমা রাখেন। এবার টাকা জমা রাখায় নতুন নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শহর, আধা শহর, গ্রাম, মফস্বল, প্রত্যেকটি জায়গার জন্য আলাদা আলাদা নিয়ম এনেছে তারা। আপনি যদি স্টেট ব্যাঙ্কে টাকা রেখে থাকেন, তাহলে অবশ্যই নতুন নিয়ম এবং শর্তগুলো জেনে নিন।

স্টেট ব্যাঙ্কে জমায় নয়া শর্ত-

মেট্রো শহর-

ন্যূনতম জমা রাখতে হবে ৫ হাজার টাকা

২৫০০-৪৯৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ৫০ টাকা

১২৫০-২৪৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ৭৫ টাকা

১২৫০ টাকার নীচে থাকলে জরিমানা হবে মাসে ৫০ টাকা

স্টেট ব্যাঙ্কে জমায় নয়া শর্ত-

অন্যান্য শহর-

ন্যূনতম জমা রাখতে হবে ৩ হাজার টাকা

১৫০০-২৯৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ৪০ টাকা

৭৫০-১৪৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ৬০ টাকা

৭৫০ টাকার নীচে থাকলে জরিমানা হবে মাসে ৮০ টাকা

স্টেট ব্যাঙ্কে জমায় নয়া শর্ত-

আধা শহর-

ন্যূনতম জমা রাখতে হবে ২ হাজার টাকা

১০০০-১৯৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ২৫ টাকা

৫০০-৯৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ৫০ টাকা

৫০০ টাকার নীচে থাকলে জরিমানা হবে মাসে ৭৫ টাকা

স্টেট ব্যাঙ্কে জমায় নয়া শর্ত-

গ্রাম

ন্যূনতম জমা রাখতে হবে ১ হাজার টাকা

৫০০-৯৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ২০ টাকা

২৫০-৪৯৯ টাকা থাকলে জরিমানা হবে মাসে ৩০ টাকা

২৫০ টাকার নীচে থাকলে জরিমানা হবে মাসে ৫০ টাকা

বিপর্যয়ের বছর পার, অথচ এখনও ঝুলে বিচারপর্ব

.