নৌবাহিনীর তথ্য ফাঁস, তল্লাশি অভিযানে সিবিআই

ভারতীয় নৌবাহিনীর `ওয়ার রুম` থেকে গোপন নথি লোপাটের মামলার ঘটনায় দিল্লি ও গুরুগাঁওয়ের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। সেই সঙ্গে ২০০৬ সালে এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ভার্মার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি সুইস কোম্পানির কাছে নৌসেনার যুদ্ধপ্রস্তুতি সংক্রান্ত তথ্য বেচে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ এনেছে সিবিআই।

Updated By: Jun 7, 2012, 11:42 AM IST

ভারতীয় নৌবাহিনীর `ওয়ার রুম` থেকে গোপন নথি লোপাটের মামলার ঘটনায় দিল্লি ও গুরুগাঁওয়ের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। সেই সঙ্গে ২০০৬ সালে এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ভার্মার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি সুইস কোম্পানির কাছে নৌসেনার যুদ্ধপ্রস্তুতি সংক্রান্ত তথ্য বেচে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ এনেছে সিবিআই। কয়েক বছর আগেই এই মামলার জেরে অভিষেককে আটক করেছিল সিবিআই। গ্রেফতার করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর কয়েকজন মাঝারি র‌্যাঙ্কের অফিসারকেও। যদিও পরে তাঁরা জামিন পেয়ে যান। প্রাক্তন ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশের ব্যবসায়ী-আত্মীয় রবি শঙ্করণের বিরুদ্ধেও `ওয়ার রুম লিক` কাণ্ডে মামলা দায়ের করে সিবিআই। গত বছরের মে মাসে ইন্টারপোলের জারি করা রেড কর্নার নোটিশ-এর ভিত্তিতে মূল অভিযুক্ত রবি শঙ্করণকে লন্ডনে গ্রেফতার করে ব্রিটিশ পুলিস। কিন্তু সিবিআই-এর তরফে তাঁকে প্রত্যর্পণের আবেদন জানানো হলেও তাতে স্থগিতাদেশ জারি করে সে দেশের আদালত।

.