আর্থিক প্যাকেজের দাবি নিয়ে মোদীর সঙ্গে দেখা করলেন নবীন পটনায়েক

আর্থিক প্যাকেজের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।বৈঠক শেষে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এরআগে কেন্দ্রের ইউপিএ সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে সরব হয়েছে ওড়িশা। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদীর নেতৃত্বেই ইউপিএ সরকারের বিরুদ্ধে চাপ তৈরিতে একজোট হয়েছিল বিভিন্ন ছোট রাজ্য।

Updated By: Jun 2, 2014, 06:52 PM IST

আর্থিক প্যাকেজের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।বৈঠক শেষে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এরআগে কেন্দ্রের ইউপিএ সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে সরব হয়েছে ওড়িশা। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদীর নেতৃত্বেই ইউপিএ সরকারের বিরুদ্ধে চাপ তৈরিতে একজোট হয়েছিল বিভিন্ন ছোট রাজ্য।

আগামিকাল এই একই দাবি নিয়ে মোদীর সঙ্গে দেখা করবেন এডিএমকে সুপ্রিমো জয়ললিতা। কেন্দ্রের পূর্বতন ইউপিএ সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার দাবিতে সরব হয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ছোট রাজ্যগুলি ফের উন্নয়নখাতে কেন্দ্রের আর্থিক প্যাকেজের দাবি জানাচ্ছে। এইসব ছোট রাজ্যগুলিকে একজায়গায় এনেই লোকসভা ভোটের আগে ফেডারাল ফ্রন্ট তৈরির কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই সব রাজ্য ফের আর্থিক প্যাকেজের দাবি নিয়ে কেন্দ্রের কাছে দরবার শুরু করলেও ব্যতিক্রমী ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জনসভায়,মিটিং,মিছিলে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ জানালেও কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পর এখনও এবিষয়ে উদ্যোগী হননি তৃণমূল সুপ্রিমো।

.