ন্যাশনাল হেরাল্ড মামলায় সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করলেন রাহুল-সোনিয়া
ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি হাই কোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করলেন রাহুল-সোনিয়া। সোনিয়া-রাহুলের পাশাপাশি পিটিশন দাখিল করেছেন শ্যাম পিত্রোদা ও সুমন দুবে। এর আগে দিল্লি হাইকোর্টে হাজিরা এড়ানোর যাবতীয় চেষ্টা বিফলে যায় সনিয়া-রাহুলের। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ ইয়ং ইন্ডিয়া লিমিটেডের সিংহভাগ শেয়ার গান্ধী পরিবারের। সোনিয়া, রাহুলের বিরুদ্ধে কাগজের কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠে। দুহাজার চোদ্দোর অগাস্টে সোনিয়া ও রাহুলকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। ন্যাশনাল হেরাল্ড মামলায় পাতিয়ালা হাউস কোর্টে নিঃশর্তে জামিন পেয়েছেন সোনিয়া ও রাহুল গান্ধী। মামলার পরবর্তী শুনানি হবে বিশে ফেব্রুয়ারি দুপুর দুটোয়।
ওয়েব ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি হাই কোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করলেন রাহুল-সোনিয়া। সোনিয়া-রাহুলের পাশাপাশি পিটিশন দাখিল করেছেন শ্যাম পিত্রোদা ও সুমন দুবে। এর আগে দিল্লি হাইকোর্টে হাজিরা এড়ানোর যাবতীয় চেষ্টা বিফলে যায় সনিয়া-রাহুলের। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ ইয়ং ইন্ডিয়া লিমিটেডের সিংহভাগ শেয়ার গান্ধী পরিবারের। সোনিয়া, রাহুলের বিরুদ্ধে কাগজের কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠে। দুহাজার চোদ্দোর অগাস্টে সোনিয়া ও রাহুলকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। ন্যাশনাল হেরাল্ড মামলায় পাতিয়ালা হাউস কোর্টে নিঃশর্তে জামিন পেয়েছেন সোনিয়া ও রাহুল গান্ধী। মামলার পরবর্তী শুনানি হবে বিশে ফেব্রুয়ারি দুপুর দুটোয়।