টাইম-এর বিচারে `পার্সন অফ দি ইয়ার`-এর দৌড়ে মালালার সঙ্গে নরেন্দ্র মোদী

বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম-এর বিচারে বছরের সেরা ৪২ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। টাইম ম্যাগাজিন গোটা বিশ্বের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে মোদীকে রেখেছে `পার্সন অফ দি ইয়ার` হিসাবে।

Updated By: Nov 26, 2013, 01:38 PM IST

বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম-এর বিচারে বছরের সেরা ৪২ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। টাইম ম্যাগাজিন গোটা বিশ্বের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে মোদীকে রেখেছে `পার্সন অফ দি ইয়ার` হিসাবে।
বিশ্বের সেরা ৪২ জন আন্তর্জাতিক স্তরের নেতা, সেলেব্রিটি, ব্যবসায়ীদের মধ্যে থেকে সেরা বেছে নিয়ে টাইম `পার্সন অফ দি ইয়ার`-এর জয়ীর নাম ঘোষণা করা হবে আগামী মাসে। এবার এই পুরস্কারে নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই হবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী সিঞ্জো আবে, পাকিস্তানে নারী শিক্ষার দাবিতে আন্দোলনরত কিশোরি মালালা ইউসুফজাই, উইকিলিকসের প্রধান এডওয়ার্ড স্নোডেন। গতবার টাইম `পার্সন অফ দি ইয়ার` হয়েছিলেন বারাক ওবামা। এবারও তাঁর নাম সেরা ৪২ জনের তালিকায় মনোনিত করা হয়েছে। ২০১০ সালে এই পুরস্কার জিতেছিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ১৯৩০ সালে টাইম `পার্সন অফ দি ইয়ার`-হন মহাত্মা গান্ধী। এবার গান্ধী, ওবামা, জুকারবার্গের সঙ্গে এক সারিতে আসাতে পারেন মোদীও।
টাইম-এর পক্ষ থেকে বলা হয়েছে বিতর্কিত হিন্দু নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন কংগ্রেসকে প্রায় সরিয়ে দিতে চলেছেন। মোদীর এই দেশজোড়া প্রভাবের জন্যই তাঁর নাম মনোনিত করা হয়েছে।
টাইম ম্যাগাজিনের সম্পাদক `পার্সন অফ দি ইয়ার`-এর জয়ীকে নির্বাচন করবেন। তবে এর পাশাপাশি থাকছে সাদারণ মানুষের ভোটিংয়ের ব্যবস্থাও। মানে পার্সন অফ দি ইয়ার`-এর পিছনে সাধারণ মানুষের ভোটও কাজে আসবে। ২০ নভেম্বর পর্যন্ত ভোটিংয়ের হিসাবে মোদী পেয়েছেন ২৬৫০ ভোট। যা মোট ভোটের প্রায় ২৫ শতাংশ। এখনও পর্যন্ত সাধারণ মানুষের ভোটে মোদী আছেন দ্বিতীয় স্থানে, স্নোডেনর পর।
এই টাইম ম্যাগাজিনের বিচারেই না ভোটে গতবার বিশ্বসেরা হয়েছিলেন মোদী। এবার তিনিই `পার্সন অফ দি ইয়ার`-এর দৌড়ে।

.