কাশ্মীর উপত্যকায় ৩৭০ ধারার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কের কেন্দ্রবিন্দু মোদী, কোমরবেঁধে সমালোচনায় কংগ্রেস

ফের বিতর্কের কেন্দ্রে নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার প্রয়োজনীয়তা নিয়ে তাঁর তোলা প্রশ্নেই এখন উঠেছে বিতর্কের ঝড়। কংগ্রেস বলছে, ভোটের দিকে তাকিয়েই এই ইস্যুকে খুঁচিয়ে তুলতে চাইছে বিজেপি। সবথেকে বেশি সুর চড়িয়েছে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। ন্যাশনাল কনফারেন্স থেকে পিডিপি। উপত্যকার মানুষের সংবিধান স্বীকৃত অধিকার নিয়ে মোদীর প্রশ্ন তোলার কোনও অধিকার নেই বলেই মনে করে তারা।

Updated By: Dec 2, 2013, 07:20 PM IST

ফের বিতর্কের কেন্দ্রে নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার প্রয়োজনীয়তা নিয়ে তাঁর তোলা প্রশ্নেই এখন উঠেছে বিতর্কের ঝড়। কংগ্রেস বলছে, ভোটের দিকে তাকিয়েই এই ইস্যুকে খুঁচিয়ে তুলতে চাইছে বিজেপি। সবথেকে বেশি সুর চড়িয়েছে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। ন্যাশনাল কনফারেন্স থেকে পিডিপি। উপত্যকার মানুষের সংবিধান স্বীকৃত অধিকার নিয়ে মোদীর প্রশ্ন তোলার কোনও অধিকার নেই বলেই মনে করে তারা।

রবিবার নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ঘিরেই এখন দেশজুড়ে বিতর্কের ঝড়। আগাগোড়াই উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছে বিজেপি। কিন্তু, মাঝখানে বেশ কিছুদিন এই ইস্যুতে কার্যত নীরবই ছিল গৈরিক শিবির্টি। তাহলে হঠাত করে এই ইস্যুকে খুঁচিয়ে তুললেন কেন নরেন্দ্র মোদী? কংগ্রেস বলছে, লোকসভা ভোটের জম্মু-কাশ্মীরের মানুষের জন্য কার্যত কুম্ভিরাশ্রু ঝড়াচ্ছে বিজেপি।

ক্ষমতায় থাকতে জম্মু-কাশ্মীরের জন্য তারা কী কী করেছে, সেই ফিরিস্তি তুলে ধরেই বেজেপির মোকাবিলায় নেমেছেনকংগ্রেসের ম্যানেজাররা। মোদীর সুরে সুর মিলিয়ে জবাব দিয়েছে বিজেপিও।

কয়েক কদম এগিয়ে কংগ্রেসের প্রশ্নে, আপত্তি থাকলে এনডিএ জমানায় উপত্যকায় ৩৭০ ধারা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেয়নি কেন বিজেপি? বিজেপির ২০০৪-এর ভিশন ডকুমেন্টেও এনিয়ে কোনও উল্লেখ না থাকায় সুর আরও চড়িয়েছে কংগ্রেস।

মোদীর বক্তব্যে সবথেকে বেশি চটেছে উপত্যকার রাজনৈতিক দলগুলি। জম্মু-কাশ্মীরে তিনশো সত্তর ধারার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদী। আর এখানেই রাজনৈতিক মতভেদকে দূরে সরিয়ে রেখে পাল্টা প্রশ্ন তুলেছে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি।

শুধু, আলোচনার দাবিতেই না। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বোন আর ৩৭০র ধারার আওতায় আসেন কিনা, সেই প্রশ্ন তোলাতেও প্রায় তেলে বেগুনে জ্বলে উঠেছে ন্যাশনাল কনফারেন্স। শচীন পাইলটের সঙ্গে বিয়ে হয়েছে ওমর আবদুল্লার বোন সারার। মোদীর বক্তব্য, সেক্ষেত্রে আর কোনওভাবেই ৩৭০ ধারার সুবিধা নিতে পারেন না সারা। ওমর আবদুল্লার পাল্টা তোপ, সঠিকভাবে না জেনে ভুল তথ্য তুলে ধরছেন মোদী।

.