কেরালার রিসর্টে ধর্ষণের শিকার ব্যাঙ্গালোরের তথ্যপ্রযুক্তি কর্মী
ফের গণধর্ষণ। এবার কেরালার তিরুবন্থাপুরমে। গত সপ্তাহে ব্যাঙ্গালোরের বছর ৪০-এর এক তথ্যপ্রযুক্তি কর্মী ধর্ষিত হলেন তিরুবন্থাপুরমের এক বিলাসবহুল পাঁচতারা রিসর্টে। দু`জন অভিযুক্ত এখনও অধরা।
ফের গণধর্ষণ। এবার কেরালার তিরুবন্থাপুরমে। গত সপ্তাহে ব্যাঙ্গালোরের বছর ৪০-এর এক তথ্যপ্রযুক্তি কর্মী ধর্ষিত হলেন তিরুবন্থাপুরমের এক বিলাসবহুল পাঁচতারা রিসর্টে। দু`জন অভিযুক্ত এখনও অধরা।
পুলিস সূত্রে খবর, নভেম্বরের ২৮ তারিখ অফিস ট্যুরে সহকর্মীদের সঙ্গে ওই ব্যাকওয়াটার রিসর্টে এসে ওঠেন। ওই রিসর্টেই দুই অজানা ব্যক্তির কাছে হেনস্থার শিকার হন তিনি।
নিগৃহীতা মহিলার অভিযোগ অনুযায়ী, গভীররাত ২.৩০টে নাগাদ ওই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোর করে তাঁর রিসর্টের রুমে ঢুকে আসেন। তাদের মধ্যে একজন তাঁকে চেপে ধরে রাখে, অপর জনের হাতে ধর্ষিত হন তিনি।
নিগৃহীতা মহিলা ইতিমধ্যে ব্যাঙ্গালোরে তাঁর বাড়িতে ফিরে গেছেন।
রিসর্টের ওই রুম থেকে ফরেন্সিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। অপরাধের সময়কার রুমের ফোনের কললিস্ট ও যাচাই করে দেখা হচ্ছে।