গান্ধী জয়ন্তীতে রাজধানীর রাজপথে ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযান শুরু মোদীর

ওয়েব ডেস্ক: গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ বছরে পরিষ্কার ভারত (Clean India) তৈরির লক্ষ্যে এ দিন রাজধানীর রাজপথ ঝাড়ু দিলেন মোদী।

বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মদিনে সকালে হাতে ঝাড়ু তুলে নেন মোদী। ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী দফতেরর উদ্যোগে অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রচার। এক সপ্তাহ আগে থেকেই সরকারি দফতরের পুরনো আসবাব ও ফাইল সরিয়ে ফেলা হচ্ছিল। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের মাত্র ৩২.৭০ শতাংশ বাড়িতে রয়েছে শৌচালয়। এই বছর প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দেখা গিয়েছে ভারতের বহু মানুষ এখনও খোলা আকাশের নিচেই মলত্যাগ করেন।

এ দিন ক্লিন ইন্ডিয়া বক্তৃতায় মোদী বলেন, আজ থেকে পাঁচ বছর পর ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বার্ষিকীতে স্বচ্ছ ভারতই হবে তাঁর জন্য সেরা উপহার। গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট ও দলিক কলোনীতে যাবেন মোদী।

 

English Title: 
Narendra Modi launches Swachh Bharat Mission on Gandhi Jayanti
News Source: 
Home Title: 

গান্ধী জয়ন্তীতে রাজধানীর রাজপথে ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযান শুরু মোদীর

গান্ধী জয়ন্তীতে রাজধানীর রাজপথে ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযান শুরু মোদীর
Yes
Is Blog?: 
No
Section: