জামিন পেলেন না জয়াম্মা, প্রতিবাদে চেন্নাইয়ে আত্মঘাতী কৃষক
আম্মার জেল মেনে নিতে পারেননি। তাই প্রতিবাদে চেন্নাইয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক। জয়ললিতা জেলে যাওয়ার জেরে এখনও পর্যন্ত রাজ্যে এনিয়ে উনিশ জন আত্মহত্যা করলেন। এআইএডিএমকে সমর্থকদের বিক্ষোভ-আন্দোলনে আজও উত্তাল তামিলনাড়ু।
চেন্নাই: আম্মার জেল মেনে নিতে পারেননি। তাই প্রতিবাদে চেন্নাইয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক। জয়ললিতা জেলে যাওয়ার জেরে এখনও পর্যন্ত রাজ্যে এনিয়ে উনিশ জন আত্মহত্যা করলেন। এআইএডিএমকে সমর্থকদের বিক্ষোভ-আন্দোলনে আজও উত্তাল তামিলনাড়ু।
যদিও আপাতত আরও কয়েকদিন জেলেই থাকতে হচ্ছে জয়া আম্মাকে। তাঁর জামিনের আবেদনের শুনানি সাতই অক্টোবর পর্যন্ত স্থগিত করে দিয়েছে কর্নাটক হাই কোর্ট। সাতাশে সেপ্টেম্বর জয়ললিতার চার বছরের কারাদন্ডের রায় দিয়েছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। এরপর থেকেই এআইএডিএমকে কর্মী-সমর্থকদের বিক্ষোভে অগ্নিগর্ভ তামিলনাড়ু। আম্মার জেলে যাওয়ার প্রতিবাদে কোথাও বিষ খেয়ে, আবার কোথাও গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ধারাও অব্যাহত।
বুধবার নাগাপট্টনমে মৃত্যু হয়েছে পঞ্চান্ন বছরের এক কৃষকের। জয়ললিতার জেল হওয়ার খবর পাওয়ার পরই বিষ খেয়েছিলেন তিনি।
এদিনই কর্নাটক হাইকোর্টে শুনানি ছিল জয়ললিতার জামিনের মামলার। এআইএডিএমকে সমর্থকদের আশা ছিল, হয়ত দল নেত্রী মুক্তি পেয়ে যাবেন।
আপাতত জেলেই থাকতে হচ্ছে জয়া আম্মাকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিনের আবেদনের শুনানি আজ স্থগিত করে দেয় কর্ণাটক হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। সাতই অক্টোবর মামলার ফের শুনানি। হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত শনিবার থেকে জেলে জয়ললিতা। তাঁর চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। আপাতত বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে রয়েছেন তিনি। আজ জয়ললিতার জামিনের আবেদনের শুনানি স্থগিত হয়ে যাওয়ায় আদালতের বাইরেই বিক্ষোভ-অনশনে বসেছেন আম্মার সমর্থক আইনজীবীরা।