মুম্বই পুলিসের সঙ্গে দাউদ 'যোগ', দাবি ডনের

ওয়েব ডেস্ক: বিস্ফোরক মন্তব্য ছোটা রাজনের। ইন্দোনেসিয়া পুলিসের হাতে ধরা পরার পর ছোটা রাজন দাবি করেছিলেন দাউদ পাকিস্তানেই আছে। এখন আরও একধাপ এগিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাহন, 'মুম্বই পুলিসের বেশ কিছু অফিসারের সঙ্গে দাউদের যোগ রয়েছে'।

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিমের তথ্য প্রকাশ করতে তার কোনও ভয় নেই বলেও জানিয়েছেন রাজন। তবে ভারতের কোনও রাজনৈতিক নেতার সঙ্গে দাউদের যোগ আছে কি না জানতে চাইলে, সে বিষয় নিয়ে মুখ খোলেননি তিনি।

প্রসঙ্গত, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া থেকে বালি বিমানবন্দরে ইন্দোনেশিয়া পুলিসের হাতে গ্রেফতার হন ভারতের মোস্ট ওয়ান্টেট ডন ছোটা রাজন। মোহন কুমার নামে ভুয়ো পাসপোর্টে আসছিলেন তিনি।

English Title: 
Mumbai Police officers working for Dawood Ibrahim
News Source: 
Home Title: 

মুম্বই পুলিসের সঙ্গে দাউদ 'যোগ', দাবি ডনের

মুম্বই পুলিসের সঙ্গে দাউদ 'যোগ', দাবি ডনের
Yes
Is Blog?: 
No
Section: