দুই নির্বাচনে ধাক্কা খেল বিজেপি- বারানসীতে মোদী গড়ে হোয়াইটওয়াশ, মহারাষ্ট্রে সেনায় ধাক্কা
বিহার ভোট চলাকালীনই বড়সড় ধাক্কা মোদীর গড়ে। বারানসীর পঞ্চায়েত ভোটে হোয়াইট ওয়াশ পদ্মশিবিরে। ৫৮টির মধ্যে ৫০টি আসনেই হাতছাড়া হয়েছে বিজেপির। একই হাল উত্তরপ্রদেশেও। রাজনাথ সিংয়ের কেন্দ্র লক্ষ্মৌতেও শোচনীয় ফল করেছে বিজেপি। তরী ডুবেছে মহারাষ্ট্রেও। কল্যাণ-ডোম্বিভ্যালি পুরসভার নির্বাচনে বিজেপিকে মাত দিল শিবসেনা। পুরসভার ১২২টি আসনের মধ্যে ৪২টি পেয়েছে বিজেপি।
ওয়েব ডেস্ক: বিহার ভোট চলাকালীনই বড়সড় ধাক্কা মোদীর গড়ে। বারানসীর পঞ্চায়েত ভোটে হোয়াইট ওয়াশ পদ্মশিবিরে। ৫৮টির মধ্যে ৫০টি আসনেই হাতছাড়া হয়েছে বিজেপির। একই হাল উত্তরপ্রদেশেও। রাজনাথ সিংয়ের কেন্দ্র লক্ষ্মৌতেও শোচনীয় ফল করেছে বিজেপি। তরী ডুবেছে মহারাষ্ট্রেও। কল্যাণ-ডোম্বিভ্যালি পুরসভার নির্বাচনে বিজেপিকে মাত দিল শিবসেনা। পুরসভার ১২২টি আসনের মধ্যে ৪২টি পেয়েছে বিজেপি।
উত্তরপ্রদেশে খারাপ ফল করেছে রাজ্যের শাসক দল সমাজবাদী পার্টির। রাহুল গান্ধীর আমেথিতে হারতে হয়েছে কংগ্রেসকে। ভাল ফল করেছে মায়াবতীর দল। ২০১৭ বিধানসভা নির্বাচনের আগে সব দলকেই সাবধানবাণী শুনিয়ে রাখল এই ফল।
এদিকে, কল্যাণ-ডোম্বিভ্যালি পুরসভার নির্বাচনে ১২২টি আসনের মধ্যে শিবসেনা জিতল ৫২টিতে। বিজেপি পেয়েছে ৪২টি আসন, মহারাষ্ট্র নবনির্মান সেনা জিতেছে ৯টি আসন। কংগ্রেসের আসন কমে দাঁড়িয়েছে ৪টিতে। এনসিপি ও বিএসপি জিতেছে একটি করে।