আজ থেকে মুম্বইয়ের আকাশে ছুটবে মোনোরেল

আজ মুম্বইয়ে ভারতের প্রথম মোনোরেলের উদ্বোধন করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। রবিবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই পরিষেবা। ওয়াডালা থেকে চেম্বুর পর্যন্ত চলবে এই মোনোরেল। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। প্রাথমিকভাবে ৮ কিলোমিটারের সামান্য বেশি রাস্তা চললেও পরবর্তীতে ২০ কিলোমিটার পথে চলবে এই আধুনিকতম যান।

Updated By: Feb 1, 2014, 01:52 PM IST

আজ মুম্বইয়ে ভারতের প্রথম মোনোরেলের উদ্বোধন করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। রবিবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই পরিষেবা। ওয়াডালা থেকে চেম্বুর পর্যন্ত চলবে এই মোনোরেল। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। প্রাথমিকভাবে ৮ কিলোমিটারের সামান্য বেশি রাস্তা চললেও পরবর্তীতে ২০ কিলোমিটার পথে চলবে এই আধুনিকতম যান।

আপাতত সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মিলবে মোনোরেল পরিষেবা। ট্রেন পাওয়া যাবে পনেরো মিনিট অন্তর। মোনোরেলে সবচেয়ে কম দামের টিকিট ৫ টাকা এবং সর্বোচ্চ ১১ টাকা।

.