পরপর ৯ বার ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি: ফোর্বস
পরপর ন বার ভারতের ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। ফোবর্স ম্যাগিজেনর দেশের সেরা ১০০ ধনী ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হল তাতে স্থান পেলেন ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা সচিন ও বিনি বনসল।
ওয়েব ডেস্ক: পরপর ন বার ভারতের ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। ফোবর্স ম্যাগিজেনর দেশের সেরা ১০০ ধনী ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হল তাতে স্থান পেলেন ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা সচিন ও বিনি বনসল।
গত বছরের তুলনায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার রোজগার কমলেও ধনকুবের শিল্পপতি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ কর্ণধার মুকেশ আম্বানিই। ফোবর্সের বিচারে দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন সান ফার্মার দিলীপ সাংভি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১১৯২৪৫,৪১,০০,০০০ টাকা)। তৃতীয় স্থানে উইপ্রোর কর্ণধার আজিম প্রেমজি (সম্পত্তির পরিমাণ ১৫.৯ বিলিয়ন মার্কিন ডলার)।
২০১৫ সালে ভারতের সেরা ১০০ ধনী ব্যক্তিদের সম্পত্তির মোট পরিমাণ ৩৪৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২৮৫৫৩৭০২৫০০০০ টাকা)। সেখানে গত বছর দেশের সেরা ১০০ ধনী ব্যক্তিদের সম্পত্তির মোট পরিমাণ ছিল ৩৪৬ বিলিয়ন মার্কিন ডলার।