ট্রেনে দুই মহিলা সাংসদের লাগেজ চুরি; 'আমি অসহায়,' বললেন রেলমন্ত্রী

রাজ্যসভার দুই মহিলা সাংসদের লাগেজ খোয়া গেল। সাধারণের নিরাপত্তা কোথায়? 

Updated By: Jan 5, 2018, 10:26 PM IST
ট্রেনে দুই মহিলা সাংসদের লাগেজ চুরি; 'আমি অসহায়,' বললেন রেলমন্ত্রী
প্রতীকী ছবি।

ওয়েব ডেস্ক: রেলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। ভারতীয় রেলের আশ্বাসের পরও অবস্থার যে পরিবর্তন হয়নি, তা আরও একবার স্পষ্ট হল। প্রথম শ্রেণির কামরা থেকে খোয়া গেল রাজ্যসভার দুই মহিলা সাংসদের ব্যাগ।

রাজ্যসভায় বিষয়টি তোলেন সিপিএম সাংসদ ঝর্না দাস বৈদ্য ও বিজেডি-র সরোজিনী হেমব্রম। তাঁদের দাবি, দূরপাল্লার ট্রেনে লাগেজ খুঁইয়েছেন তাঁরা। কলকাতা থেকে সফর করছিলেন ঝর্ণা দাস বৈদ্য। তাঁর কথায়, ''সাংসদদের হালই এমন হলে, সাধারণ মানুষের কী অবস্থা!'' শিরডি থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে লাগেজ হারিয়েছিলেন বিজেডি সাংসদ।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, কয়েকটি দুষ্কৃতী দল ট্রেনে লুটপাট চালাচ্ছে। তবে ক্ষেত্রে তিনি অসহায়। দুষ্কৃতীরা টিকিট কেটে ট্রেনে উঠছে। ফলে তাদের ধরা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন- ১০ টাকার নতুন নোটে কোনার্কের সূর্য মন্দির, দেখুন ছবি
 
রেলমন্ত্রীর কথায়, ''প্রায় ২০ লক্ষ সিসিটিভি বসানোর চেষ্টা করছে রেল। রেলকর্মী, যাত্রী ও রেল স্টেশনের উপরে নজরদারি চালাবে গোপন ক্যামেরা। স্থানীয় পুলিস থানা থেকে নজরদারি চালানো যাবে।'' 

.