১০ টাকার নতুন নোটে কোনার্কের সূর্য মন্দির, দেখুন ছবি

নতুন ১০ টাকার নোটের ছবি প্রকাশ করল আরবিআই। 

Updated By: Jan 5, 2018, 08:24 PM IST
১০ টাকার নতুন নোটে কোনার্কের সূর্য মন্দির, দেখুন ছবি

ওয়েব ডেস্ক: নতুন ১০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক। আত্মপ্রকাশ করল চকোলেট রংয়ের এই নোটের ছবি। নতুন নোট আসলেও পুরনো নোট বাতিল হচ্ছে না। বরং তা বৈধ থাকবে বলে জানিয়েছে আরবিআই। 

নোট বাতিলের পর থেকে নতুন ধরনের নোট চালু হয়েছে। সেই ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে ১০ টাকার নোটের ডিজাইন করেছে আরবিআই। দেবনাগরীতে সংখ্যায় দশ লেখা হয়েছে। নোটের নম্বর ছোট থেকে বড় হয়েছে। 

আরও পড়ুন- মহারাষ্ট্রে দলিতদের বিক্ষোভে রয়েছে নকশালদের নকসা?

নোটের পিছনের অংশে ঠাঁই পেয়েছে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান। রয়েছে কোনার্কের সূর্যমন্দির। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যর কথা মাথায় রেখে এমন ডিজাইন।        
  

.