কেরলে ঢুকে পড়ল বর্ষা, ভারী বৃষ্টি শুরু রাজ্যজুড়ে

দেশের ৫০ শতাংশ কৃষি নির্ভর করে এই বর্ষার ওপরেই......

Updated By: Jun 1, 2020, 06:15 PM IST
কেরলে ঢুকে পড়ল বর্ষা, ভারী বৃষ্টি শুরু রাজ্যজুড়ে

নিজস্ব প্রতিবেদন: পূর্বাভাস মতোই কেরলে চলে এল বর্ষা। রাজ্যের অধিকাংশ জায়গাতেই গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হয়েছে। কোঝিকোড়ে ৯ সেমি, ওয়াড়াকায় ১৫ সেমি ও তিরুঅনন্তপুরমে ৬ সেমি বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-মাঝের আসন ফাঁকা রাখুন, বিমান পরিবহণ সংস্থাগুলিকে নির্দেশ DGCA-র

কেরলে আঞ্চলিক আবহাওয়া দফতর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাজ্যে। বলা হয়েছে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে রাজ্যের তিরুঅনন্তপুরম, কোল্লাম, এরনাকুলাম, ত্রিচুর, কোঝিকোড়, মল্লপুরম, কাশগড়ের মতো জায়গায়।  

গত ২৮ মে মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল ১ জুন কেরলে বর্ষা ঢুকে পড়বে। সেটাই হয়েছে। মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদসংস্থা এএনআইকে বলেন, আশা করছি সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে লক্ষ্যমাত্রার একশো শতাংশ বৃষ্টি হয়ে যাবে।

আরও পড়ুন-চরবৃত্তি করতে গিয়ে দিল্লিতে ধৃত পাক হাই কমিশনের ২ অফিসার

উল্লেখ্য, দেশের ৫০ শতাংশ কৃষি এই বর্ষার ওপরেই নির্ভর করে। বর্যার বৃষ্টির ওপরে নির্ভর করেই ধান, তুলো, আখ, ভুট্টা ও সোয়বিনের মতো ফসল চাষ হয়। মে মাসেই মৌসম ভবন থেকে বলা হয়ে এবার ভালো বর্ষা হবে। তাতে দেশে কৃষি ফসলের উত্পাদনে কোনও ব্যাঘাত হবে না।

.