চরবৃত্তি করতে গিয়ে দিল্লিতে ধৃত পাক হাই কমিশনের ২ অফিসার
ওই দুই পাক অফিসার নিজেদের ভারতীয় পরিচয়পত্রও তৈরি করে ফেলেছিল
নিজস্ব প্রতিবেদন: আইবি, সেনা গোয়েন্দা ও দিল্লির পুলিসের স্পেশাল সেলের অভিযানে ধরা পড়লেন দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ২ অফিসার ও তাদের গাড়ির চালক। এদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ উঠেছে। এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন-দিল্লিতে ক্যান্সারের চিকিত্সা করাতে গিয়ে করোনায় আক্রান্ত বক্সার ডিঙ্কো সিং
যে দুই অফিসারকের চর বৃত্তির জন্য হাতেনাতে ধরা হয়েছে তাদের একজন আদিল হুসেন এবং অন্যজন তাহির হুসেন। এরা পাক হাই কমিশনের ভিসা বিভাগে কাজ করতেন। এদের সঙ্গে পাক সেনার সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। তৃতীয়জন গাড়ির চালক হলেও আইএসআইয়ের হয়ে কাজ করতেন।
আদিল ও তাহির নিজেদের ভারতীয় সেনার ক্লার্ক বলে দাবি করতেন। প্রচার করতেন তাঁরা কাজ করেন ভারতীয় সেন্ট্রাল বোর্ড পোস্ট অফিসে। ওই পরিচয়েই তিনজন দিল্লিতে বসে ভারত বিরোধী কার্যকলাপ চালাতেন বলে অভিযোগ। এর জন্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছ থেকে বিপুল টাকাও পেতেন। এদের কাজ ছিল ভারত-পাক সীমান্তে ভারতীয় সেনার গতিবিধির খবর পাচার করা। সেনার এক জওয়ানের সঙ্গে সম্পর্কে গড়ে তুলেছিল। তাঁকে ফাঁদে ফেলার তালেও ছিল এরা।
আরও পড়ুন-করোনার আবহের মধ্য়েই টানা ৪ বছর 'রেকর্ড' করল কলকাতা! 'আরামের গরম' কাটাল শহরবাসী
ওই দুই পাক অফিসার নিজেদের ভারতীয় পরিচয়পত্রও তৈরি করে ফেলেছিল। নাসির গোতান নামে একজনের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
এনিয়ে পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক। তবে পকিস্তান ওইসব অভিযোগ অস্বীকার করেছে।