সুইস ব্যাঙ্কে জমা ভারতীয়দের অর্থের অঙ্ক এক ধাক্কায় কমলো অনেকটাই

সুইস ব্যাঙ্কে টাকা লুকিয়ে রাখার প্রবণতা কমছে ভারতীয়দের? এমনটাই মনে হতে পারে সুইস ব্যাঙ্কের একটি পরিসংখ্যানে।

Updated By: Jun 28, 2019, 06:48 AM IST
সুইস ব্যাঙ্কে জমা ভারতীয়দের অর্থের অঙ্ক এক ধাক্কায় কমলো অনেকটাই

নিজস্ব প্রতিবেদন: সুইস ব্যাঙ্কে টাকা লুকিয়ে রাখার প্রবণতা কমছে ভারতীয়দের? এমনটাই মনে হতে পারে সুইস ব্যাঙ্কের একটি পরিসংখ্যানে।

আরও পড়ুন-রাখঢাক না রেখে দলের লাইন ভেঙেই কংগ্রেসের মঞ্চে সিপিএম নেতানেত্রীরা    

২০১৮ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকা ৬ শতাংশ কমেছে। ভারতীয় মূদ্রায় ওই টাকার পরিমাণ ৬,৭৫৭ কোটি টাকা। গত দু’দশকে ওই পরিমাণ একটি রেকর্ড। এমনটাই জানিয়েছে সু্ইস ন্যাশানাল ব্যাঙ্ক।

সুইস ব্যাঙ্কে জমা কালো টাকা ফেরত আনার ব্যাপারে এনডিএ সরকারের ওপরে চাপ রয়েছে। এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এনিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু তাতে এখনও সফল নয় সরকার।

এদিকে, সুইস ব্যাঙ্কের হিসেব অনুযায়ী বিদেশি আমানতকারীদের জমানো অর্থের অঙ্ক ২০১৮ সালে কমেছে ৪ শতাংশ। ভারতীয় মূদ্রায় এই টাকার পরিমাণ ৯৯ লাখ কোটি টাকা। সুইস ন্যাশানাল ব্যাঙ্কের হিসেব অনুযায়ী সে দেশের ব্যাঙ্কে জমা অর্থের মধ্যে রয়েছে ব্যক্তিগত অর্থ, ব্যবসার টাকা ও নন ডিপোজিট লায়াবিলিটিজ। তবে অন্য দেশের ব্যাঙ্কের মাধ্যমে ভিন্ন নামে যেসব ভারতীয় টাকা জমা করেছেন তা হিসেবের মধ্যে নেই।

আরও পড়ুন-স্কুলে সংখ্যালঘু পড়ুয়া ৭০% হলেই তৈরি করতে হবে ডাইনিং হল, নির্দেশ রাজ্যের   

উল্লেখ্য, ২০১৭ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকার পরিমাণ বেড়েছিল প্রায় ৫০ শতাংশ। ভারতীয় মূদ্রায় এই পরিমাণ ৭০০০ কোটি টাকা। অর পরের বছরই তা উল্লেখযোগ্য ভাবে কমলো।

.