পাকিস্তানকে চরম হুঁশিয়ারি মোদীর

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক যখন একেবারে তলানিতে এসে ঠেকেছে ঠিক তখনই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী। "কখনও কখনও যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে", সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগার পরে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Oct 12, 2016, 02:39 PM IST
পাকিস্তানকে চরম হুঁশিয়ারি মোদীর

ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক যখন একেবারে তলানিতে এসে ঠেকেছে ঠিক তখনই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী। "কখনও কখনও যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে", সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগার পরে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- জঙ্গিঘাঁটি নিয়ে ফের বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের

তবে ভারত যে যুদ্ধের বদলে শান্তির পথেই হাঁটতে চায় তাও বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ মানবতার সব থেকে বড় শত্রু, যারা সন্ত্রাসে মদত দেয়, তাদের ছেড়ে কথা বলবে না ভারত। সন্ত্রাসবাদ ইস্যুতে মোদীর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন জেডিইউ নেতা শরদ যাদব। তবে, পাকিস্তানের পক্ষ থেকে মোদীর এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন- এখনও অব্যাহত পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ১ জঙ্গি

.