'RIPAmma', ট্যাগ নয়, আম্মার জন্য প্রার্থনা করুন, টুইট মোদীর
ওয়েব ডেস্ক: "আম্মা আমাদের সঙ্গেই আছেন, তাঁর আরোগ্য কামনা করে প্রার্থনা করুন", টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 'RIPAmma'-এই ট্যাগেই এখন ভাসছে টুইটার। ইতিমধ্যেই ৫ হাজারের ওপর টুইটে ব্যবহৃত হয়েছে 'RIPAmma' ট্যাগ। হাসপাতালের তরফেও জানানো হয়েছে আঞ্চলিক টেলিভিশনে মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু নিয়ে যে খবর রটছে, তা "ভিত্তিহীন এবং ভুল"। এরপরই আম্মার আরোগ্য কামনা করে টুইট করলেন নরেন্দ্র মোদী। দেশের জনতার কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, 'RIPAmma' ট্যাগ ত্যাগ করুন। #RIPJayalalithaa-ট্যাগও ব্যবহার করবেন না। আম্মার আরোগ্য কামনা করতে ব্যবহার করুন #PrayersforAmma। আরও পড়ুন- চুরি গেল উস্তাদ বিসমিল্লাহ খানের পাঁচটি মহামূল্যবান সানাই
Use tag #PrayersforAmma instead of #RIPAmma & #RIPJayalalithaa .#Amma is still with us.....pray for her wellness.
— Narendra Modi (@narendramodi177) December 5, 2016