তামিল টেলিভিশনে ব্রেকিং, 'আম্মা আর নেই', হাসপাতাল বলছে আম্মা লড়াই করেছেন লাইফ সাপোর্টে
চেন্নাই: গোটা ভারত এখনও ধন্দে, তামিলনাড়ু কিন্তু সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, অন্তত টেলিভিশন সেটের বিগ ব্রেকিং দেখে তাই মনে হবে। আম্মা কেমন আছেন? ভালো নেই, এটাই সবাই জানেন। আম্মা আর নেই? না, গোটা দেশ কিন্তু এখনও নিজের টাইমলাইনে শোকবার্তা লিখতে গিয়ে দু'বার ভাবেছে, একেবারে পাকা খবরের আগে হাত কাঁপছে সবার। তবে তামিল চ্যানেলের স্ক্রিন জুড়ে এখন একটাই খবর, "আম্মার জীবনাবসান"। হাসপাতাল বলছে আম্মা লড়াই করেছেন লাইফ সাপোর্ট নিয়ে। আরও পড়ুন- খারাপ খবর? অর্ধনমিত হল জয়ললিতার দলের পতাকা, চেন্নাই যেন 'শোকের সমুদ্র'
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এখন কেমন আছেন? অ্যাপোলো হাসাপাতালের তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "সম্মানীয় মুখ্যমন্ত্রী এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। অনেক টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রী আর নেই, এই খবর ভিত্তিহীন এবং ভুল"।
Hope she will get well soon #jayalalithaa pic.twitter.com/tBoCFzR4nL
— IndiaGlitz - Tamil (@igtamil) December 5, 2016