গান্ধী জয়ন্তীর পর নেহরু, ইন্দিরার জন্মদিনেও ঝাড়ু হাতে রাস্তায় নামছেন মোদী

গত ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে দেশ দেখেছিল মোদীর স্বচ্ছ ভারত অভিযান। আগামী নভেম্বর নেহরু জন্মজয়ন্তীতেও সাফাই অভিযানের ডাক দিলেন প্রধানমন্ত্রী। এবার দেশের প্রতিটি স্কুলে। আজ হরিয়ানায় ভোট প্রচারে গিয়ে এই ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী।

Updated By: Oct 6, 2014, 09:43 PM IST
গান্ধী জয়ন্তীর পর নেহরু, ইন্দিরার জন্মদিনেও ঝাড়ু হাতে রাস্তায় নামছেন মোদী

ওয়েব ডেস্ক: গত ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে দেশ দেখেছিল মোদীর স্বচ্ছ ভারত অভিযান। আগামী নভেম্বর নেহরু জন্মজয়ন্তীতেও সাফাই অভিযানের ডাক দিলেন প্রধানমন্ত্রী। এবার দেশের প্রতিটি স্কুলে। আজ হরিয়ানায় ভোট প্রচারে গিয়ে এই ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী।

আগামী ১৯ নভেম্বর, ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তীও পালন হবে একই কায়দায়। ঝাড়ু হাতে প্রধানমন্ত্রী। ঝাড়ু হাতে মন্ত্রী-সান্ত্রীরাও। সারা দেশ সামিল সাফাই অভিযানে। গান্ধীজয়ন্তীর এই ছবির পুনরাবৃত্তি হতে চলেছে চোদ্দোই নভেম্বর, জওহরলাল নেহরুর জন্মজয়ন্তীতে। চাচা নেহরুর প্রিয় শিশুদের জন্যই এই বিশেষ উদ্যোগ বলে সোমবার হরিয়ানার হিসারে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়েই উনিশে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তীও পালন করার কথা ঘোষণা করেছেন মোদী। স্বচ্ছ ভারতের মতো ইস্যুতে সরাসরি সরকারকে আক্রমণের পথে হাঁটতে চাইছে না কংগ্রেস। তাই প্রধানমন্ত্রীর খোঁচা সত্ত্বেও অনেকটাই সংযত কংগ্রেস শিবির। এদিন হিসারের সভাতেও প্রধানমন্ত্রীর কড়া নজর ছিল সভাস্থল সাফাইয়ের দিকে। সভায় উপস্থিত এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র গোয়েলের কথাতেও উঠে আসে সে কথা। হরিয়ানায় বিধানসভা ভোট আগামী ১৫ অক্টোবর। তার আগে সোমবার হিসার ছাড়াও ফরিদাবাদ, কার্নালেও প্রচার সভা করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি, স্বজনপোষণ সহ একাধিক ইস্যুতে তাঁর আক্রমণের নিশানায় ছিল হরিয়ানার হুদা সরকার।   

 

.