আকাশবাণীর সৌজন্যে দেশের প্রতিটি ঘরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদীর দশমীর শুভেচ্ছা
দেশের মানুষের প্রতিটি ঘরে পৌছে গেলেন নরেন্দ্র মোদী। সৌজন্যে আকাশবাণী। বিজয়া দশমীর দিন রেডিওয় প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদী।
ব্যুরো: দেশের মানুষের প্রতিটি ঘরে পৌছে গেলেন নরেন্দ্র মোদী। সৌজন্যে আকাশবাণী। বিজয়া দশমীর দিন রেডিওয় প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদী।
দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পনেরো মিনিটের বক্তৃতায় বারবার ফিরে এসেছে সেই কথা। জাতির উন্নতি ছাড়া, দেশের উন্নয়ন যে সম্ভব নয়, সেকথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন আত্মনির্মাণে। স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে বলেছেন, বিরাট সংখ্যক দেশবাসীর মধ্যে যে শক্তি রয়েছে, তাকে চিহ্নিত করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে, সেই শক্তিই চালকের ভূমিকা নেবে।
প্রধানমন্ত্রী বলেছেন, শুধু সরকারই সব করে দেবে, এই মানসিকতা আঁকড়ে বসে থাকলে দেশ পিছিয়েই থাকবে। তাই উন্নয়নের কর্মযজ্ঞে সবাইকে সামিল করার আহ্বান জানিয়েছেন তিনি। দশেরাতে শুরু হল মোদীর বেতারবার্তা। আকাশবাণীর এই অনুষ্ঠানের নাম মন কি বাত্। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনগুলোয় রবিবার বেলা এগারোটায় রেডিওয় নিজের মনের কথা নিয়ে হাজির হবেন তিনি।