উত্তরপ্রদেশের জনসভায় মমতা বন্দনায় মোদী

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের জনসভায় বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে দিল্লির সঙ্গে লড়াই করেন। কিন্তু উত্তরপ্রদেশে সে ছবি দেখা যায়নি। তৃণমূল নেত্রীর সঙ্গে তুলনা টেনে প্রশংসা করার পাশাপাশি কংগ্রেসকেও একহাত নেন মোদী। সিবিআই, ইন্ডিয়ান মুজাহিদিন মিলে এবার কংগ্রেসের জয় নিশ্চিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

Updated By: Nov 8, 2013, 07:21 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের জনসভায় বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে দিল্লির সঙ্গে লড়াই করেন। কিন্তু উত্তরপ্রদেশে সে ছবি দেখা যায়নি। তৃণমূল নেত্রীর সঙ্গে তুলনা টেনে প্রশংসা করার পাশাপাশি কংগ্রেসকেও একহাত নেন মোদী। সিবিআই, ইন্ডিয়ান মুজাহিদিন মিলে এবার কংগ্রেসের জয় নিশ্চিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
একদা বিজেপির সঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে সে সখ্য অবশ্য এখন অতীত। নরেন্দ্র মোদী ভোটে জেতার পর শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এবার নরেন্দ্র মোদীর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চকিত প্রশংসা। শুক্রবার উত্তরপ্রদেশের বারুচের জনসভায় তিনি বলেন বাংলার হয়ে দিল্লির সঙ্গে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু উত্তরপ্রদেশের সে সৌভাগ্য হয়নি।  
বিতর্ক এড়াতে মোদীর প্রশংসা অবশ্য কানে তুলতে চায় না তৃণমূল কংগ্রেস।
সবচেয়ে বেশি আসন থাকায় লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেকথা মাথায় রেখেই উত্তরপ্রদেশের শাসকদল এসপি, এবং প্রধান বিরোধী দল বিএসপিকে বিঁধেছেন তিনি।
উত্তরপ্রদেশে নিজের ভিত শক্ত করতে বিঁধেছেন কংগ্রেসকেও।
দেশে পরিবর্তনের হাওয়া উঠেছে বলে ফের দাবি করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। আগামী লোকসভা নির্বাচনে কাশ্মীর থেকে কন্যাকুমারী এই পরিবর্তনের হাওয়া বইবে বলেও মন্তব্য করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী।

.