আমার ভাষণে সাম্প্রদায়িক নয়, দলীয় রণকৌশল উঠে এসেছে: নির্বাচন কমিশনকে জবাব রাহুলের
সাম্প্রদায়িকতা উসকানি নয়, বরং দলের মতকেই তুলে ধরতে চেয়েছেন কংগ্রেস নম্বর টু রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের নোটিসের জবাব দিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, মুজাফফরনগরে দাঙ্গায় আইএসআই যোগ টেনে তিনি কোনও সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করতে চাননি। ভারত বিরোধী নয় একেবারে রাজনৈতিক মত রেখেছেন বলেই দাবি করেছেন রাহুল।
সাম্প্রদায়িকতা উসকানি নয়, বরং দলের মতকেই তুলে ধরতে চেয়েছেন কংগ্রেস নম্বর টু রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের নোটিসের জবাব দিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, মুজাফফরনগরে দাঙ্গায় আইএসআই যোগ টেনে তিনি কোনও সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করতে চাননি। ভারত বিরোধী নয় একেবারে রাজনৈতিক মত রেখেছেন বলেই দাবি করেছেন রাহুল।
সাম্প্রদায়িক রাজনীতির বিষয়ে সমালোচনা করে কংগ্রেস সহসভাপতি নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন। জবাবে তিনি লিখেছেন, "আমি দলের রাজনৈতিক মত ও আদর্শের কথাই বলেছি।"
মুজাফফরনগরে দাঙ্গার পর রাজস্থান ও মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে দাঙ্গায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতের কথা উল্লেখ করেন তিনি। রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনের দারস্থ হয় বিজেপি। সমালোচনার ঝড় ওঠে রাজনীতির অলিন্দে। জাতীয় ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিজেপি, অভিযোগ আনেন রাহুল গান্ধী।