কংগ্রেসের ব্যর্থতা ঢাকছে কিছু স্বার্থানেষী গোষ্ঠী, ভিডিও কনফারেন্সে তোপ দাগলেন নরেন্দ্র মোদী
কেন্দ্রে কংগ্রেসের ব্যর্থতা ঢাকতে উঠে পড়ে লেগেছে কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে স্যাটেলাইট ভিডিও কনফারেন্সে এমনই তোপ দাগলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, লোকসভা ভোটের পরই খসে পড়বে কংগ্রেসের সেই রক্ষা কবচ।
কেন্দ্রে কংগ্রেসের ব্যর্থতা ঢাকতে উঠে পড়ে লেগেছে কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে স্যাটেলাইট ভিডিও কনফারেন্সে এমনই তোপ দাগলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, লোকসভা ভোটের পরই খসে পড়বে কংগ্রেসের সেই রক্ষা কবচ।
ঝাঁঝালো বক্তৃতা। আর ক্রাউড পুলিংয়ের ঈর্ষনীয় ক্ষমতা। এই দুইয়ের মিশেলে জনপ্রিয়তায় এখন অনেকের থেকেই এগিয়ে নরেন্দ্র মোদী। কিন্তু, মার্কিন মুলুকে কতটা জনপ্রিয় তিনি? লিটমাস টেস্টটা করে নিলেন রবিবার। স্যাটেলাইট ভিডিও কনফারেন্সিং করলেন অনাবাসী ভারতীয়দের সঙ্গে। আর সেখানেও মোদীর মূল টার্গেট ছিল কংগ্রেস। দেশের অর্থনীতির বেহাল দশার জন্য ইউপিএ সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
আর এতেই বেজায় চটেছে কংগ্রেস। ইউপিএ আর এনডিএ জমানার অর্থনৈতিক হাল নিয়ে রীতিমতো পরিসংখ্যান তুলে ধরলেন দলের ম্যানেজাররা।
শুধু অর্থনীতি নয়। সরকার চালাতে গিয়ে কংগ্রেস সম্পূর্ণ ব্যর্থ বলেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, সরকারের ব্যর্থতা ঢাকতে তত্পর কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। লোকসভা ভোটের পরই কংগ্রেসের সেই রক্ষাকবচ খসে পড়বে বলেও মন্তব্য করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। রবিবার স্যাটেলাইট ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সাহায্যে প্রচার করলেন তিনি। এর আগেও গুজরাত বিধানসভা নির্বাচনের আগে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একসঙ্গে ষাটটি জায়গায় প্রচার চালিয়েছিলেন বিজেপির মুখ নরেন্দ্র মোদী।