মুজফফরনগর দাঙ্গা: গ্রেফতার দুই বিজেপি ও এক বিএসপি বিধায়ক
মুজফ্ফরনগরে গোষ্ঠীসংঘর্ষের ঘটনার প্রায় মাসখানেক পর অবশেষে নড়েচড়ে বসল অখিলেশ যাদব সরকার। গোষ্ঠী সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগে আজ আরও দুই বিজেপি ও এক বিএসপি বিধায়ককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিস। জেলাশাসকের অনুরোধে আজ মুজফ্ফরনগর সফর বাতিল করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। তবে হিংসার দায় পুরোপুরি সমাজবাদী পার্টির ঘাড়ে চাপিয়েছেন তিনি।
মুজফ্ফরনগরে গোষ্ঠীসংঘর্ষের ঘটনার প্রায় মাসখানেক পর অবশেষে নড়েচড়ে বসল অখিলেশ যাদব সরকার। গোষ্ঠী সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগে আজ আরও দুই বিজেপি ও এক বিএসপি বিধায়ককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিস। জেলাশাসকের অনুরোধে আজ মুজফ্ফরনগর সফর বাতিল করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। তবে হিংসার দায় পুরোপুরি সমাজবাদী পার্টির ঘাড়ে চাপিয়েছেন তিনি।
দুই বিজেপি ও এক বিএসপি বিধায়ককে গ্রেফতারের পরই মুজফ্ফরনগর ঘিরে নতুন করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। শনিবার গোষ্ঠী সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক সঙ্গীত সোম ও হুকুম সিংকে গ্রেফতার করে পুলিস। সঙ্গীত সোমের বিরুদ্ধে ভুয়ো ভিডিও ক্লিপিংস ছড়িয়ে দেওয়া ও হুকুম সিংয়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছিল। সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিএসপি বিধায়ক নূর সেলিম রানাকেও।
তাঁর বিরুদ্ধেও প্ররোচনামূলক বক্তৃতার অভিযোগ উঠেছিল। দলের একের পর এক নেতার গ্রেফতারির পর সমাজবাদী পার্টির বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছে বিজেপি। গোষ্ঠীসংঘর্ষের জন্য অখিলেশ যাদব সরকারকেই দায়ীকরেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।