দুদিনের সফরে আজ সিকিম যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দুদিনের সফরে আজ সিকিম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাহাড়ি রাজ্য। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে তৈরি ছোট্ট রাজ্য সিকিম। আজ দুপুর তিনটেয় গ্যাংটক পৌছবেন মোদী। রিজ পার্কে পুষ্প প্রদর্শনী দেখবেন।

Updated By: Jan 18, 2016, 08:41 AM IST

ওয়েব ডেস্ক: দুদিনের সফরে আজ সিকিম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাহাড়ি রাজ্য। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে তৈরি ছোট্ট রাজ্য সিকিম। আজ দুপুর তিনটেয় গ্যাংটক পৌছবেন মোদী। রিজ পার্কে পুষ্প প্রদর্শনী দেখবেন। থাকবেন ঘণ্টাখানেক। বিকেল চারটেয় চিন্তন ভবনে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। সন্ধে ছটায় সেখান থেকে রাজভবনে যাবেন তিনি। এরপর আজকের দিনটা বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। আগামিকাল মোদী যাবেন স্থানীয় বিখ্যাত সারামসা পার্কে। সিকিমের বিভিন্ন জৈব উপাদান সেখানে খতিয়ে দেখবেন। সিকিমকে এই দেশের প্রথম জৈব রাজ্য হিসাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

 

.