সংসদ ভবনে আগুন
সংসদ ভবনে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে আচমকা সংসদ ভবনের ভিতরে আগুন নজরে আসে নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে খবর যায় দমকল বিভাগে। দমকলের একাধিক ইঞ্জিন সংসদে পৌছে যায়। আগুন ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় কেউ আহত হননি।
সংসদ ভবনে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে আচমকা সংসদ ভবনের ভিতরে আগুন নজরে আসে নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে খবর যায় দমকল বিভাগে। দমকলের একাধিক ইঞ্জিন সংসদে পৌছে যায়। আগুন ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় কেউ আহত হননি।
সংসদ ভবনের তিন তলায় আগুন লেগেছিল বলে জানিয়েছে দমকল। সকাল ৮টা ৪০-এ আগুন লাগে। ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সমর্থ হয় দমকল। বাতানকুল যন্ত্র থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
খুব বড় ধরনের অগ্নিকাণ্ড নয় বলেই দমকলসূত্রে খবর। কীভাবে সংসদের ভিতরে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।