মৃল্যবৃদ্ধি রোধে সফল হবে কি মোদী বাহিনী? সংশয়ে অর্থনীতিবিদরা
বিপুল জনমত নিয়ে এসেছে বিজেপি। ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বিপুল প্রত্যাশা মানুষের। মূল্যবৃদ্ধি দেশের অন্যতম বড় সমস্যা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, দেশের আয়ের ব্যবস্থা করা মোদী সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ।বিপুল জনাদেশ নিয়ে আসার ফলে ইউপিএ আমলের মতো মোদী সরকারের শরিকি নির্ভরতা নেই। এই মুহুর্তে দেশের অন্যতম বড় সমস্যা মূল্যবৃদ্ধি। বিশেষকরে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি।
বিপুল জনমত নিয়ে এসেছে বিজেপি। ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বিপুল প্রত্যাশা মানুষের। মূল্যবৃদ্ধি দেশের অন্যতম বড় সমস্যা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, দেশের আয়ের ব্যবস্থা করা মোদী সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ।বিপুল জনাদেশ নিয়ে আসার ফলে ইউপিএ আমলের মতো মোদী সরকারের শরিকি নির্ভরতা নেই। এই মুহুর্তে দেশের অন্যতম বড় সমস্যা মূল্যবৃদ্ধি। বিশেষকরে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি।
গত দশ বছরে দেশে মাথাপিছু লভ্য খাদ্যশস্যের পরিমান কমেছে। এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কৃষিতে বিনিয়োগ দরকার। কিন্তু তার জন্য টাকা আসবে কোথা থেকে? গুজরাট মডেলের কথা বারবার উঠে আসলেও তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত।
ভারতের আর্থিক বৃদ্ধির হার যাই হোক না কেন, উন্নয়নের গ্রাফ ভারতে বরাবর অ-সম। পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতের তুলনায় পিছিয়ে পূর্ব ভারত। মনমোহন সিংয়ের আমলে লুক ইস্ট পলিসি নেওয়া হলেও গত দশ বছরে পূর্ব ভারতে উন্নয়নের জোয়ার বয়ে গেছে এমনটা নয়। ফলে শিল্পোন্নয়নকে দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত। একইসঙ্গে স্বাস্থ্য, পরিকাঠামো, সেচব্যবস্থার উন্নতির মতো অতিপ্রয়োজনীয় বিষয়গুলিতে মোদী কতটা নজর দেবেন সেদিকেও নজর থাকবে দেশবাসীর।