কিশোর লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে যে অভিযোগ আনল নাবালিকা!
মেয়েটির বয়স বছর ১৪। ছেলেটি তার থেকে বছর দুয়েকের বড়। বয়স ১৬। সেই লিভ-ইন পার্টনারের বিরুদ্ধেই তাকে বারংবার ধর্ষণের অভিযোগ এনেছে ওই নাবালিকা। তাজ্জব হয়ে যাওয়ার মত ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে।
Updated By: Sep 6, 2016, 01:50 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : মেয়েটির বয়স বছর ১৪। ছেলেটি তার থেকে বছর দুয়েকের বড়। বয়স ১৬। সেই লিভ-ইন পার্টনারের বিরুদ্ধেই তাকে বারংবার ধর্ষণের অভিযোগ এনেছে ওই নাবালিকা। তাজ্জব হয়ে যাওয়ার মত ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে।
পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার বয়ান অনুযায়ী গত এক বছর ধরে দিল্লির জইতপুর এলাকায় অভিযুক্তের সঙ্গে লিভ-ইন করছিল সে। একদিন তাকে ফেলে রেখে হঠাত্ই পালিয়ে যায় ওই কিশোর। অভিযুক্ত ওই কিশোরীর বাড়ির কাঠেই থাকত। সেখান থেকেই তাদের আলাপ-পরিচয়। প্রথমে বন্ধুত্ব। তারপর তা সম্পর্কে গড়ায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।