ছত্তিশগড়ের পর এবার মাও হামলা ঝাড়খণ্ডে

লোকসভা ভোটের মুখে ছত্তিসগড়ের পর এবার ঝাড়খণ্ডেও নিজেদের উপস্থিতি জানান দিল মাওবাদীরা। পালমৌর চাতরায় মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে জখম হয়েছেন সাত পুলিসকর্মী। আহতদের মধ্যে রয়েছেন পালামৌর এস এস পি। চিকিতসার জন্য আহত পুলিসকর্মীদের হেলিকপ্টারে করে রাঁচি নিয়ে যাওয়া হয়। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

Updated By: Mar 13, 2014, 09:14 PM IST

লোকসভা ভোটের মুখে ছত্তিসগড়ের পর এবার ঝাড়খণ্ডেও নিজেদের উপস্থিতি জানান দিল মাওবাদীরা। পালমৌর চাতরায় মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে জখম হয়েছেন সাত পুলিসকর্মী। আহতদের মধ্যে রয়েছেন পালামৌর এস এস পি। চিকিতসার জন্য আহত পুলিসকর্মীদের হেলিকপ্টারে করে রাঁচি নিয়ে যাওয়া হয়। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সুকমার, জিরমঘাঁটি এলাকার তোঙ্গপুর গ্রামে সিআরপিএফের একটি দলের ওপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। হামলায় ১৫জন সিআরপিএফ জওয়ান ও ৫ জেলা পুলিসের কর্মী সহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে।
টোমপাল থানা থেকে ৮০ জন সিআরপিএফ জওয়ানের একটি দল টহলদারিতে বেরোয়। কিছুদূর এগোনোর পরেই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা।

স্থানীয় পুলিস জানিয়েছে, ৬০ থেকে ৭০ জন মাওবাদীর একটি দল ৮০ জন জওয়ানের ওপর হামলা চালায়। প্রাথমিক ভাবে অনুমান প্রথমে আইইডি বিস্ফোরণ হয়। তারপর নিরাপত্তা বাহিনীর ওপর গুলিও চালানো হয়।
লোকসভা ভোটের আগে ছত্তিসগড়ে মাওবাদী হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত বছরের ২৪ মে এই এলাকাতেই কংগ্রেস কনভয়ে মাওবাদী হামলায় মহেন্দ্র কর্মা, বিদ্যাচরণ শুক্লা সহ ছত্তিসগড়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার মৃত্যু হয়। গত সপ্তাহেই দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে ছয় সিআরপিএফ জওয়ানের।

.