দ্বিতীয় পর্যায়ে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত: লড়ছেন বিতর্কিত থারুর, বনশল। চমক নাগমা, রাজ বব্বর

চাপের মুখে অবশেষে দ্বিতীয় পর্যায়ে লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার আসন্ন লোকসভা ভোটে ৭১ জনের তালিকায় ঠাঁই পেলেন বিতর্কিত মন্ত্রী শশী থারুর। টিকিট পেলেন ঘুষকাণ্ডে অভিযুক্ত হয়ে রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া পবন কুমার বনশল।

Updated By: Mar 13, 2014, 09:00 PM IST

চাপের মুখে অবশেষে দ্বিতীয় পর্যায়ে লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার আসন্ন লোকসভা ভোটে ৭১ জনের তালিকায় ঠাঁই পেলেন বিতর্কিত মন্ত্রী শশী থারুর। টিকিট পেলেন ঘুষকাণ্ডে অভিযুক্ত হয়ে রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া পবন কুমার বনশল।

শশী থারুর লড়বেন কেরালার ত্রিবান্দ্রাম কেন্দ্র থেকে। প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশল প্রতিদ্বন্দ্বিতা করবেন চণ্ডীগড় কেন্দ্র থেকে। ঝাড়খণ্ডের রাঁচি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুবোধকান্তি সহায়কে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মৈলি দাঁড়াবেন কর্ণাটক থেকে।

চমক হিসাবে থাকল অভিনেতা রাজ বব্বর, নাগমার নাম। গতবার ফিরোজাবাদ থেকে সাংসদ নির্বাচিত হওয়া রাজ বব্বর এবার লড়বেন গাজিয়াবাদ থেকে। নাগমা লড়বেন উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্র থেকে। এর আগে বহুবার নাগমার নাম উঠলেও একবারও তাঁকে প্রার্থী করেনি কংগ্রেস। সঙ্কটের মুখে অবশেষে নাগমাকে টিকিট দেওয়া হল।

উত্তরপ্রদেশে কংগ্রেসের রাজ্য সভাপতি রীতা বহুগুণা যোশী লড়নেব লখনউ কেন্দ্র থেকে। সব ঠিকঠাক চললে এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন নরেন্দ্র মোদী। মহম্মদ আজহারউদ্দিন গতবার যে কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন, সেই মুরাদাবাদ কেন্দ্রে এবার লড়বেন নুর বানো।

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক চলে কংগ্রেস নির্বাচন কমিটির। আজও একদফা বৈঠক হয়। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী চাইছেন, দলের সমস্ত শীর্ষ নেতারা এবার ভোটে দাঁড়ান। কিন্তু নারাজ অনেকেই। লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি হতে পারে এই আশঙ্কায় অনেকেই পিছিয়ে যাচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের। প্রার্থী বাছতে বসে কার্যত নাকাল এআইসিসি।

.