পদত্যাগের প্রশ্ন উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী, তবে তাঁর গলাতেও মিলল অর্ডিন্যান্স বাতিলের ইঙ্গিত

অর্ডিন্যান্স বাতিল কি তাহলে শুধু সময়ের অপেক্ষা? দেশে ফেরার পথে এমনই ইঙ্গিত শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। তিনি বললেন, মন্ত্রিসভা এবং কংগ্রেসের সব সদস্যেরই যেকোনও ইস্যুতে মনোভাব প্রকাশ করার অধিকার রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও ইস্যু উত্থাপন করা হলে, আলোচনাই একমাত্র পথ বলে মনে করেন প্রধানমন্ত্রী।

Updated By: Oct 1, 2013, 09:50 PM IST

অর্ডিন্যান্স বাতিল কি তাহলে শুধু সময়ের অপেক্ষা? দেশে ফেরার পথে এমনই ইঙ্গিত শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। তিনি বললেন, মন্ত্রিসভা এবং কংগ্রেসের সব সদস্যেরই যেকোনও ইস্যুতে মনোভাব প্রকাশ করার অধিকার রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও ইস্যু উত্থাপন করা হলে, আলোচনাই একমাত্র পথ বলে মনে করেন প্রধানমন্ত্রী।
তবে অর্ডিন্যান্স বিতর্কে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার জল্পনা উড়িয়ে দিলেন মনমোহন সিং। আমেরিকা সফর সেরে দেশে ফেরার পথে তিনি জানিয়ে দেন, পদত্যাগের কোনও সম্ভাবনাই নেই। একই সঙ্গে অর্ডিন্যান্স নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মনমোহন সিং। রাহুল গান্ধী কেন অর্ডিন্যান্স নিয়ে ওভাবে নিজের মতামত জানিয়েছেন, তা আলোচনা করে দেখতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
তিস্তা চুক্তি এবং ছিটমহল হস্তান্তর চুক্তি বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ প্রধানমন্ত্রীর গলায়। বিষয় দুটি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মনমোহন সিং। তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা হবে বলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও একবার ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী।

.