Madhya Pradesh Horror: বিয়ের পিঁড়িতে বসার আগেই মেয়েকে গুলি করে খুন বাবার! প্রেম? নাকি...

Gwalior Honour Killing: বিয়ের আগের দিন বিয়েতে বসতে নাকচ করে দেয় মেয়ে। সেই রাগেই ভয়ংকর কাণ্ড ঘটালেন বাবা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে তনু বলেন...

Updated By: Jan 15, 2025, 06:11 PM IST
Madhya Pradesh Horror: বিয়ের পিঁড়িতে বসার আগেই মেয়েকে গুলি করে খুন বাবার! প্রেম? নাকি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে যেকোনও মানুষের জীবনে বিশেষ একটা দিন। এই দিনটা নিয়ে অনেকেই অনেক স্বপ্ন সাজিয়ে রাখে। আর সেই স্বপ্নপূরণের প্রধান দায়িত্বে থাকে একজন বাবা। কিন্তু এখানে বিয়ের ঠিক  আগের দিন ভয়ংকর কাজ করে বসলেন বাবা। নিজের ২০ বছরের মেয়ের উপর পরপর গুলি চালাল বাবা। হাড়হিম হত্যাকাণ্ড মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। 

জানা গিয়েছে, বিয়ের আগের দিন বিয়েতে বসতে নাকচ করে দেয় মেয়ে। সেই রাগেই ভয়ংকর কাণ্ড ঘটালেন বাবা। পুলিসের সামনেই মেয়েকে প্রকাশ্যে গুলি করে খুন করে বাবা।  নিহত তরুণীর নাম তনু গুর্জর। নৃশংস হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে তনু সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি প্রকাশ্যে বলেন, পরিবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ের দিচ্ছে। 

৫২ সেকেন্ডের ভিডিয়োতে তনু বলেছে, 'আমি ভিকিকে বিয়ে করতে চাই। আমার পরিবার প্রথমে রাজি হলেও পরে বেঁকে বসে। তারা আমাকে প্রতিদিন মারধর করে এবং হত্যার হুমকি দেয়। যদি আমার কিছু হয়, তাহলে আমার পরিবার দায়ী থাকবে।' অন্যদিকে, ভিকি ওরফে বিক্রম মায়াই উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। তনু তাঁর সঙ্গে ছয় বছর ধরে সম্পর্কে ছিল। 

আরও পড়ুন:No Trousers Day: নিম্নাঙ্গে কিছু নেই! শয়ে শয়ে ছেলেমেয়ে হাঁড়কাঁপানো শীতে দাঁড়িয়ে, হচ্ছে টা কী?

ভিডিয়োটি গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তনুর বাবা মহেশ গুর্জরের চোখে পড়তেই মেজাজ হারায় সে। বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়। ভাইরাল হওয়ার পর পুলিস সুপারিনটেনডেন্ট ধর্মবীর সিং-এর নেতৃত্বে তনুর বাড়িতে ছুটে যান পুলিস আধিকারিকরা। কিন্তু ততক্ষণে পঞ্চায়েত কমিটি বসে গিয়েছিল। সেখানে তনু বাড়িতে থাকতে অস্বীকার করে। এবং নিরাপত্তা চেয়ে ওয়ান-স্টপ সেন্টারে যাওয়ার অনুরোধ জানান তনু। 

এইসব শুনে মেজাজ হারিয়ে ফেলেন বাবা। পুলিসের উপস্থিতি তোয়াক্কা না করে মেয়েকে লক্ষ্য করে গুলি চালায় সে। মেয়ের বুকে গুলি করে বাবা। শুধু তাই নয়, মহেশের সঙ্গে সঙ্গে গুলি চালায় তনুর খুড়তুতো ভাই রাহুল। রাহুল তনুর কপাল, ঘাড় এবং তার চোখ ও নাকের মাঝখানে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তনু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিস মহেশকে গ্রেফতার করেছে। কিন্তু রাহুল সেখান থেকে পালিয়ে যায়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.