বিপ্লব দেব সম্পর্কে ফেসবুকে ‘ভুয়ো খবর’ পোস্ট, দিল্লি থেকে গ্রেফতার ত্রিপুরার যুবক
২৫ এপ্রিল ফেসবুকে করা ওই পোস্টে পরই তা ভাইরাল হয়ে যায়
নিজস্ব প্রতিবেদন: অসমের মুখ্যমন্ত্রীর পর এবার ত্রিপুরা। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে ‘ভুল খবর’ দেওয়ায় শ্রীঘরে স্থান হল দিল্লির এক ব্যক্তির। বুধবার তাঁকে গ্রেফতার করা হয় নয়া দিল্লি থেকে।
আরও পড়ুন-আজ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব বৈঠক নীতি আয়োগের, নেই মমতা-কেসিআর
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকেই অনুপম পাল নামে ওই যুবককে খুঁজছিল ত্রিপুরা পুলিস। ফেসবুকে বিপ্লব দেবের বিরুদ্ধে মন্তব্য করার পর পালিয়ে বেড়াচ্ছিলেন ওই যুবক। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে তোলা হয় দিল্লির এক আদালতে। ট্রানজিট রিমান্ডে তাকে হেফাজতে নিয়েছে ত্রিপুরা পুলিস।
ত্রিপুরা পুলিস জালিয়াতি, ষড়যন্ত্রের অভিযোগ এনেছে অনুপমের বিরুদ্ধে। ২৫ এপ্রিল অনুপম ওই ফেসবুক পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সুরেই বহিরাগত তত্বে শিলমোহর দিলেন IMA-এর সভাপতি শান্তনু সেন
প্রসঙ্গত, এর আগে এর আগে ত্রিপুরায় ফেসবুকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের মন্তব্য করায় গ্রেফতার করা হয় সৈকত তলাপাত্র নামে এক সাংবাদিককে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করে উত্তরপ্রদেশে গ্রেফতার হয়েছেন ৬ জন। এদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন। তিনি অবশ্য ওই মন্তব্য শেয়ার করেছিলেন।