এই মাসেই নতুন শিল্পনীতি আনছে রাজ্য সরকার
একত্রিশে অগাস্টের মধ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করবে রাজ্য সরকার। বুধবার শিল্পবিষয়ক কোর কমিটির বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, রাজ্যে শিল্প গড়তে জমি কোনও সমস্যা হবে না।
একত্রিশে অগাস্টের মধ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করবে রাজ্য সরকার। বুধবার শিল্পবিষয়ক কোর কমিটির বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, রাজ্যে শিল্প গড়তে জমি কোনও সমস্যা হবে না। গতবছর অগাস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল, রাজ্যে বিনিয়োগের স্বার্থে একমাসের মধ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করবে সরকার। একবছর পেরিয়ে গেলেও তা ঘোষিত হয়নি। তবে বুধবার শিল্প সংক্রান্ত কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এমাসের মধ্যেই ঘোষিত হবে নতুন শিল্পনীতি।
পয়লা অগাস্ট মুম্বইতে মুখ্যমন্ত্রীর ডাকে শিল্প সম্মেলনে ব্যাপক সাড়া মিলেছে। তবে সেখানেও কাঁটা ছিল রাজ্যের জমিনীতি। দাবি ওঠে জমিনীতি বদলের। শিল্পের জন্য ইনসেন্টিভ দেওয়ার অনুরোধও করেন শিল্পপতিরা। নতুন শিল্পনীতিতে সেই ইনসেন্টিভের ঘোষণা থাকবে কি? ইনসেন্টিভের কথা না উঠলেও, স্বাভাবিকভাবেই উঠেছিল জমিপ্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর অবশ্য বলছেন, শিল্পস্থাপনে জমি কোনও সমস্যা হবে না। বুধবারই অনিল অম্বানির রিলায়েন্স সিমেন্ট সংস্থাকে পুরুলিয়ার রঘুনাথপুরে একশো একর জমি দিয়েছে রাজ্য সরকার। মুম্বই শিল্প সম্মেলনের হাত ধরেই রাজ্যে এল এই ৬০০ কোটির লগ্নি।
এবার দেখার, ঘোষণা হতে চলা শিল্পনীতি রাজ্যে কত লগ্নি টানতে পারবে?