দীনেশ ত্রিবেদীর হাত দিয়ে হার্দিককে রাখি পাঠালেন মমতা
হার্দিকের আন্দোলনের প্রতি তাঁর পূর্ন সমর্থনের কথাও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
নিজস্ব প্রতিবেদন : রাখির দিনে হার্দিক প্যাটেলের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। দলীয় সাংসদ দীনেশ ত্রিবেদীর হাত দিয়ে এদিন হার্দিকের জন্য রাখি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হার্দিকের আন্দোলনের প্রতি তাঁর পূর্ন সমর্থনের কথাও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন - প্রধানমন্ত্রীকে রাখি পরালেন তাঁর পাকিস্তানি বোন কামর মহসিন
কৃষি ঋণ মকুব এবং পাতিদারদের জন্য সংরক্ষণ-এই দুই দাবিকে সামনে রেখে শনিবার বিকেল থেকেই আমরণ অনশন শুরু করেছেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল। হার্দিকের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে, দীনেশ ত্রিবেদীর হাত দিয়ে হার্দিকের জন্য রাখি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই বার্তা নিয়ে হার্দিকের সঙ্গে দেখা করেন সাংসদ দীনেশ ত্রিবেদী।
पश्चिम बंगाल के मुख्यमंत्री @MamataOfficial ने रक्षाबंधन के पवित्र त्योहार पर राखी भेजी,दीदी की राखी लेकर पश्चिम बंगाल के सांसद दिनेश त्रिवेदी उपवास आंदोलन की छावनी पर उपस्थिति रहे।भाजपा की तानाशाही देख वो स्तब्ध हो गए। pic.twitter.com/gOghe3gz1W
— Hardik Patel (@HardikPatel_) August 26, 2018
গোটা দেশের মানুষ হার্দিকের পাশে। তৃণমূল কংগ্রেসও পাতিদার এই নেতার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। হার্দিকের সঙ্গে দেখা করে এই প্রতিক্রিয়া দেন দীনেশ ত্রিবেদী।
@AITCofficial के MP @DinTri @HardikPatel_ मिलने पहुंचे।
बंगाल की CM @MamataOfficial
का संदेश लेकर पहुंचे त्रिवेदी।त्रिवेदी ने कहा,ममता दी भी जल्द हार्दिक से मिलने आएगी।
त्रिवेदी का हार्दिक के साथ नाइंसाफ़ी करने का गुजरात सरकार पर आरोप,कहा सरकार हार्दिक से डरी हुई है। pic.twitter.com/1PmjcHxpyp
— Janak Dave (@dave_janak) August 26, 2018
২০১৯ সালের আগে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাতে হার্দিকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই হার্দিকের আন্দোলনে তৃণমূলের সমর্থন গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।