বাংলা বদলে গিয়েছে, বিনিয়োগ করুন, শিল্পপতিদের বার্তা মমতার

Updated By: Nov 2, 2017, 12:00 AM IST
বাংলা বদলে গিয়েছে, বিনিয়োগ করুন, শিল্পপতিদের বার্তা মমতার

নিজস্ব প্রতিবেদন: বাংলা বদলে গিয়েছে। বাংলায় এসে দেখুন। মুম্বইয়ে শিল্পপতিদের কাছে এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশনের অনুষ্ঠানে শিল্পপতিদের এরাজ্যে বিনিয়োগের আহ্বান জানান তিনি।   

মমতার কথায়, ''আমার চেয়ারের মোহ নেই। সাধারণ মানুষের জন্য কাজ করি।'' একইসঙ্গে মমতার বার্তা, রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। সহজে ব্যবসার জন্য এক জানালা নীতি চালু করেছে সরকার। বিনিয়োগকারীদের সবরকম সহযোগিতা করা হবে। 

একইসঙ্গে এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ''বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙছে। রাজ্যকে বিভিন্ন বিষয়ে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। গায়ের জোরে সব কিছু করা হচ্ছে।'' মঙ্গলবার মুম্বইয়ে মুকেশ অম্বানিপর বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে এরাজ্যে বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি। 

আরও পড়ুন, মুকুল রায়ের দোরে দিল্লির পেয়াদা

 

 

.