নিলামে উঠতে চলেছে গান্ধীর বাটি, চামচ ও কাঁটা, ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৫৫ লাখ টাকা

নতুন বছরের ১০ জানুয়ারি ব্রিস্টলে হবে সেই নিলাম

Updated By: Dec 31, 2020, 05:03 PM IST
নিলামে উঠতে চলেছে গান্ধীর বাটি, চামচ ও কাঁটা, ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৫৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদন: সামান্য মরচে-ধরা ছোট একটি ধাতব বাটি, দু'টি কাঠের চামচ এবং একটি কাঠের কাঁটা। এক সময়ে এগুলি ব্যবহার করতেন স্বয়ং মহাত্মা গান্ধী। এগুলিই উঠতে চলেছে নিলামে। নতুন বছরের ১০ জানুয়ারি ব্রিটেনের ব্রিস্টলে হবে সেই নিলাম।

১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে পুণের আগা খান প্যালেস (Aga Khan Palace in Pune) ও মুম্বইয়ের পাম বান হাউসে (Palm Bun House) থাকাকালীন যে-যে বাসনপত্র গান্ধীজি (Mahatma Gandhi) ব্যবহার করতেন, সেগুলিরই নিলাম হবে। নিলাম শুরু হবে ৫৫,০০০ জিবিপি (GBP) বা গ্রেট ব্রিটেন পাউন্ড দিয়ে। ভারতীয় মুদ্রায় এটি প্রায় ৫৫ লক্ষ টাকার সমান।

সূত্রের খবর, জিএসটি, বিমা, ভাড়া, নিলামকারীর লভ্যাংশ এবং ভারতীয় পুরাকীর্তি আনার শুল্ক ইত্যাদি সব মিলিয়ে সব চেয়ে কম নিলাম হাঁকা হতে পারে ১.২ কোটি টাকার!

Also Read: দেশে নতুন বিপদ! আচমকাই মারা পড়ল কয়েকশো কাক (Crow), মন্দিরের বাইরে ছড়িয়ে মৃতদেহ

.