Suicide: 'বউ শাড়ি পরতে পারে না,' অবসাদে আত্মঘাতী যুবক

মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদের বাসিন্দা ওই যুবক সুইসাইড (Suicide) নোটে দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রীয়ের সঙ্গে সুখী ছিলেন না।

Updated By: May 17, 2022, 07:18 PM IST
Suicide: 'বউ শাড়ি পরতে পারে না,' অবসাদে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিবেদন : শাড়ি পরতে পারে না স্ত্রী। সুইসাইড নোটে একথা লিখে রেখে আত্মঘাতী (Suicide) হলেন এক যুবক। তাজ্জব এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে (Maharashtra)।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল ওই যুবকের। স্ত্রী তার থেকে বয়সে ৬ বছরের বড়। মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদের বাসিন্দা ওই যুবক সুইসাইড (Suicide) নোটে দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রীয়ের সঙ্গে সুখী ছিলেন না।

সমাধান সেবল নামে ওই যুবক সুইসাইড নোটে লিখেছেন, "আমার বউ ঠিকমত শাড়ি পরতে পারে না। ঠিকমত হাঁটতে পারে না। কথা বলতে পারে না ঠিকমত। আমি সুখী নই।"এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় থানা।

প্রসঙ্গত, ভারতীয় সংবিধানে আত্মহত্যা আইনত দন্ডনীয় অপরাধ। আত্মহত্যার চেষ্টায় শাস্তি হয় জেল। আত্মহত্যা কখনওই কোনও সমস্যার সমাধান নয়। এটা বার বারই বলেন মনোবিদরা।

আরও পড়ুন, Gyanvapi Masjid Row: জ্ঞানবাপী মসজিদে 'শিবলিঙ্গ'? এলাকা ঘিরতে 'সুপ্রিম' নির্দেশ, নমাজ পড়তে পারবেন মুসলিমরা

Lucknow Name Change: Lucknow-র নাম বদলে লক্ষণপুরী! Yogi-র টুইটে শুরু বিতর্ক

JDU Tussle For Rajya Sabha Seat: রাজ্যসভার আসন নিয়ে JD(U)-র অন্তর্দ্বন্দ্ব, সঙ্কটে মন্ত্রীর ভাগ্য

.