মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দৌড়: মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ নীতীন গড়কড়ির
মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত না হলেও মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি। আগামী বুধবারের মধ্যে শপথ নিতে চলেছে সংখ্যালঘু সরকার।
মুম্বই: মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত না হলেও মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি। আগামী বুধবারের মধ্যে শপথ নিতে চলেছে সংখ্যালঘু সরকার।
কে কোন পোর্টফোলিও পাবেন তা ঠিক করতে আজ বিকেলে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে শিবসেনা প্রধান উদ্ধাব ঠাকরেকেও। হাজির থাকার কথা শিবসেনা বিধায়কদেরও।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দৌড়ে এখনও এগিয়ে দেবেন্দ্র ফড়নবীস। তবে, নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন নীতীন গডকড়ি। আজ নাগপুরে RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন তিনি। দিনকয়েক আগে গড়কড়িকে মুখ্যমন্ত্রীর করার দাবি জানিয়েছিলেন চল্লিশজন বিধায়ক। বিদর্ভ এলাকার অধিকাংশ বিধায়কের সমর্থনও রয়েছে গড়কড়ির পিছনে। এই পরিস্থিতি মোদী কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে সব মহল।