ক্ষমতা থাকলে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে এনে দেখাক বিরোধীরা, জলগাঁওয়ের সভায় চ্যালেঞ্জ মোদীর
আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। সেই নির্বাচনের প্রচারে জলগাঁওয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী
নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে কংগ্রেস ও এনসিপিকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৩৭০ ধারা বিলোপের যাঁরা বিরোধিতা করছেন তাদের কোনও রাজনৈতিক ভবিষ্যত নেই।
আরও পড়ুন-‘হিন্দু সংস্কৃতি’র জন্যই ভারতের মুসলিমরা সবচেয়ে সুখী, মন্তব্য মোহন ভাগবতের
প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে জম্মু ও কাশ্মীর নিয়ে সাফ কথা বলুক বিরোধীরা। নির্বাচনী ইস্তেহারে বিরোধীরা বলুক, ক্ষমতায় এলে তারা ৩৭০ ধারা ও ৩৫এ ধারা ফিরিয়ে আনবে।
আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। সেই নির্বাচনের প্রচারে জলগাঁওয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভাষণে তিনি বলেন, বিরোধীদের উচিত কুমিরের কান্না না কাঁদা। বিরোধীরা যদি ৩৭০ ধারা ফিরিয়ে আনে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যত বলে আর কিছু থাকবে না।
PM Narendra Modi: There was a situation where there was expansion of only terrorism, separatism & plot against ideas of unity & integrity. For us, J&K and Ladakh are not only a piece of land, they are crown of India. Every bit of that region enriches thinking & strength of India. https://t.co/y8GfBtUSUn
— ANI (@ANI) October 13, 2019
আরও পড়ুন-সাক্ষাত্কার দিতে এখন হাজার হাজার টাকা নিচ্ছেন নির্ভয়ার সেই প্রেমিক
নরেন্দ্র মোদী এদিন আরও বলেন, গত ৫ অগাস্ট আমরা এমন এক সিদ্ধান্ত নিয়েছি যা কল্পনাই করা যেত না। গোটা দুনিয়া ভারতের যুক্তি বুঝতে পেরেছে। স্বাধীনতার ৭০ বছর পরও জম্মু ও কাশ্মীরের বাল্মীকি সম্প্রদায় তাদের অধিকার পায়নি। চার মাস সময় দিন জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক আবস্থা ফিরিয়ে আনব। এতদিন ওখানে ভয়ের বাতাবরণ ছিল। জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।