গোটা দেশ থেকে ম্যাগি তুলে নিচ্ছে নেসলে
দেশজোড়া ম্যাগি বিতর্কে ব্যাকফুটে নেসলে ইন্ডিয়া। বৃহস্পতিবার রাতে টু মিনিটস নুডলস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রোডাক্ট তুলে নিলেও ম্যাগিকে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে নেসলে ইন্ডিয়া।
ওয়েব ডেস্ক: দেশজোড়া ম্যাগি বিতর্কে ব্যাকফুটে নেসলে ইন্ডিয়া। বৃহস্পতিবার রাতে টু মিনিটস নুডলস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রোডাক্ট তুলে নিলেও ম্যাগিকে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে নেসলে ইন্ডিয়া।
সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, তিরিশ বছরের বেশি সময় ধরে ম্যাগি ইন্ডিয়ার ট্রাস্টেড ব্র্যান্ড। ক্রেতাদের বিশ্বাস ও খাদ্যদ্রব্যের সুরক্ষা অটুট রাখাই এই মুহূর্তে সংস্থার কাছে অগ্রাধিকার। নেসলে ইন্ডিয়ার দাবি, ম্যাগি নিয়ে সাম্প্রতিক ঘটনায় ক্রেতাদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেকারণেই শেল্ফ থেকে ম্যাগি তুলে নেওয়ার সিদ্ধান্ত। নেসলের গ্লোবাল সিইও আজ সাংবাদিক বৈঠকে ম্যাগি বিতর্কে সংস্থার অবস্থান স্পষ্ট করবেন।