আম কি শুধুই 'খাস'-দের? কাজিয়ায় বিহারের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী
দেশ উত্তাল ম্যাগি বিতর্কে। আর বিহার তোলপাড় ম্যাঙ্গো কাণ্ডে। পটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের আম-লিচুর মালিকানা নিয়ে কাজিয়ায় জড়িয়েছেন নীতীশ কুমার ও জিতনরাম মাজি।
ব্যুরো: দেশ উত্তাল ম্যাগি বিতর্কে। আর বিহার তোলপাড় ম্যাঙ্গো কাণ্ডে। পটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের আম-লিচুর মালিকানা নিয়ে কাজিয়ায় জড়িয়েছেন নীতীশ কুমার ও জিতনরাম মাজি।
ফলের ভারে নুয়ে পড়া গাছ। শাখায় শাখায় আমের রসাল হাতছানি। আমের আহ্বানে আম আদমির পদস্খলনের নজির ইতিহাসে ভুরিভুরি। কিন্তু, তাবলে রাজনীতিকরাও ভুলবেন আমের মোহে? তাই ঘটেছে।
পটনার এক নম্বর অ্যানে মার্গ। মুখ্যমন্ত্রী বাসভবন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু, অ্যানে মার্গে এখনও থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। সেই বাসভবনের বাগানেই নতুন সঙ্কট।
আমলিচুর গাছগুলিতে বসেছে কড়া পাহারা। গাছের পারা তো দূরের কথা, তলার কুড়োনোরও উপায় নেই।
তাঁকে আম থেকে বঞ্চিত করতেই এই চক্রান্ত। বলছেন, জিতনরাম। শুধু তাই নয়, জিতনের অভিযোগ নীতিশ তফশিলি জাতিভুক্ত মানুষদের আমের স্বাদ থেকে বঞ্চিত করতে চান। পাল্টা দিতে ছাড়েননি নীতীশও।
নেহাতই ছেলেমানুষি ঝগড়া? নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক সমীকরণ ? আম বিতণ্ডায় গভীর চিন্তায় রাজনৈতিক বিশেষজ্ঞরা।