বিজয়ের ছবি মর্সেলের উপর নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট

Updated By: Oct 27, 2017, 05:56 PM IST
বিজয়ের ছবি মর্সেলের উপর নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: তামিল সুপারস্টার বিজয়ের ছবি মর্সেলের উপরে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, মর্সেল শুধুই একটি সিনেমা। বাস্তবের সঙ্গে এর কোনও যোগ নেই এবং সকলেরই বাক স্বাধীনতা রয়েছে। 

কেন্দ্রীয় সরকারের পণ্য ও পরিষেবা কর এবং ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির 'সমালোচনা' করা হয়েছে ওই ছবিতে। এই অভিযোগে বিজেপি নেতৃত্বের রোষের মুখে পড়েন অভিনেতা বিজয়। এমনকি তাঁর খ্রিস্টান পরিচয় নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। গেরুয়া শিবিরের চাপের মুখে ছবিটির প্রযোজক হেমা রুকমনি ক্ষমা প্রার্থনা করে জানান, দরকার হলে বিতর্কিত দৃশ্যগুলি ছবি থেকে বাদ দেওয়া হবে।  

তবে রাজনৈতিক লড়াইয়ে বিজয় সাথে পান ভক্তদের। তামিল সিনেমামহলও ছবিটিকে সমর্থন করে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী টুইটারে লেখেন, তামিল সিনেমা তামিলানাড়ুর সংস্কৃতি ও ভাবপ্রকাশের মাধ্যম। বিভিন্ন মহল থেকে সাড়া পেয়ে নিজের পুরো নাম ব্যবহার করে সি জোসেফ বিজয় লেখেন,''আমার হয়ে জবাব দিয়েছেন সহ-অভিনেতা, পরিচালক, প্রযোজক, সংবাদমাধ্যম এবং বন্ধুরা। আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।''  
 
আরও পড়ুন, আধার আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

.