মোদী-গড়ে শুধু `আঁচড়` কাটবেন রাহুল

২০১৪ দিল্লি দখলের লড়াইয়ের ফাইনালের লাইন আপটা রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।২০১৪ লোকসভা নির্বাচনে যুযুধান দু`পক্ষ কংগ্রেস আর বিজেপির তুরুপের তাস সেই রাহুল আর মোদীই।

Updated By: Sep 12, 2012, 01:55 PM IST

২০১৪ দিল্লি দখলের লড়াইয়ের ফাইনালের লাইন আপটা রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০১৪ লোকসভা নির্বাচনে যুযুধান দু`পক্ষ কংগ্রেস আর বিজেপির তুরুপের তাস সেই রাহুল আর মোদীই। কিন্তু ফাইনালে ওঠার আগে মোদীকে সেমিফাইনালের লড়াইটা জিততে হবে। বলাই বাহুল্য সেমিফাইনালটা এ বছরের শেষে হতে চলা গুজরাট বিধানসভা নির্বাচন। মোদীকে সেই সেমিফাইনাল ম্যাচে হারাতে কংগ্রেস উঠে পড়ে নামবে এমনটাই স্বাভাবিক। আর সেই লড়াইয়ে কংগ্রেসের `পোস্টার বয়` রাহুল গান্ধী ঝাঁপিয়ে পড়বেন এমনটাই আশা করেছিল রাজনৈতিক মহল। কিন্তু না। ব্যাপরটা সেরকম হচ্ছে না।
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে রাহুলকে গুজরাট বিধানসভা নির্বাচনে সেভাবে ব্যবহার করা হবে না। কেশুভাই দল ছাড়ার পর মোদী সমস্যায় থাকলেও গুজরাটে ক্ষমতায় ফেরার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয় কংগ্রেস। আর সেই কারণেই রাহুলকে ব্যবহার করে হাত পোড়াতে চায় না কংগ্রেস। কারণ সেক্ষেত্রে মোদী জিতে গেলে তা রাহুলের হার হিসাবে দেখানো হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ নির্বাচনের লড়াই থেকে শিক্ষা নিয়ে তাই মেঘের আড়াল থেকেই মোদীর বিরুদ্ধে লড়বেন রাহুল।

.