কয়লা ব্লক বণ্টন ইস্যুতে প্রণবের দ্বারস্থ বিজেপি
কয়লা ব্লক বণ্টন নিয়ে আজ বৈঠকে বসতে পারে আন্তঃমন্ত্রিগোষ্ঠী। বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে যে ৫৮টি কয়লাখনি বণ্টন করা হয়েছিল, তার মধ্যে ২৯টি ব্লকের ভবিষ্যত্ নির্ধারণ হতে পারে এই বৈঠকে।
কয়লা ব্লক বণ্টন নিয়ে আজ বৈঠকে বসতে পারে আন্তঃমন্ত্রিগোষ্ঠী। বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে যে ৫৮টি কয়লাখনি বণ্টন করা হয়েছিল, তার মধ্যে ২৯টি ব্লকের ভবিষ্যত্ নির্ধারণ হতে পারে এই বৈঠকে। ওই ২৯টি কয়লা ব্লকের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও, উত্পাদন শুরু না করার অভিযোগ রয়েছে। সেই কারণে ইতিমধ্যে তাদের শোকজও করেছে কয়লামন্ত্রক। গত সপ্তাহেই কয়লা ব্লকের দায়িত্বে থাকা সংস্থাগুলিকে সতর্ক করে, উত্পাদন শুরুর চরম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আইন মন্ত্রক এবং কয়লা নিয়ন্ত্রক যৌথভাবে বিষয়টির তদারকি করছে। তাদের কাছ থেকে রিপোর্ট নিয়েই ২৯টি কয়লা ব্লকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। কয়লা ব্লক বণ্টন ইস্যুতেই আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিজেপি নেতা অরুণ জেটলি, সুষমা স্বরাজরা।