ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ান, 'NO SHAVE IN NOVEMBER'

Updated By: Nov 6, 2015, 01:20 PM IST
ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ান, 'NO SHAVE IN NOVEMBER'

ওয়েব ডেস্ক: নভেম্বর। 'নো শেভ মান্থ' (দাড়ি কাটা মানা)। এই মাসে প্রত্যেক যুবক যুবতীর কাছেই একটা আবেদন পৌঁছে যাচ্ছে 'NO SHAVE IN NOVEMBER'। যত খুশি চুল বাড়ান। কাটবেন না দাড়িও। নিজের চুলকে স্বাধীন ভাবে বেড়ে উঠতে দিন। কিন্তু হঠাৎ এই আবেদন কেন?

নভেম্বরে ক্যানসার ব্যাধি আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্যই এই আবেদন। ক্যানসার রোগীদের চিকিৎসায় কেমো এমন একটি পক্রিয়া যেখানে আল্ট্রা রে দিয়ে শরীরের ক্যানসারের জীবানু গুলিকে মেরে ফেলা যায়। কিন্তু এই কেমোর পর দেহের সমস্ত চুল ঝড়ে যায়। শারীরিকভাবে দুর্বল হওয়ার সঙ্গেই মানসিক ভাবেও ভেঙে পড়েন রোগী। 'NO SHAVE IN NOVEMBER'-এই অনুরোধের পেছনে যে মানবিক দিকটি রয়েছে, "নভেম্বরে নিজের চুল, দাড়ি অথবা মেক-আপ করার জন্য কোনও অর্থ খরচ না করে সেটা সঞ্চয় করুন এবং সেই অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করুন"।

এই প্রচার চালাতেই তৈরি হয়েছে এই ভিডিও। দেখুন-

এরপর থেকে কোনও ছেলেকে 'শেভ কেন করোনি' এই প্রশ্ন করার আগে একটু ভেবে নিও। 

.