ঘুষ দিলে পেতে হবে ঘুষখোরদের মতোই কড়া শাস্তি, আসছে নতুন আইন

বিলটি ইতিমধ্যেই রাজ্যসভায় পাস হয়েগিয়েছিল। এবার তা লোকসভাতেও পাস হয়ে গেল

Updated By: Jul 25, 2018, 11:09 AM IST
ঘুষ দিলে পেতে হবে ঘুষখোরদের মতোই কড়া শাস্তি, আসছে নতুন আইন

নিজস্ব প্রতিবেদন: ঘুষখোর ও ঘুষ প্রদানকারীদের বিরুদ্ধে আসছে আরও কড়া আইন। লোকসভায় পাস হল প্রিভেনশন অব কোরাপশন(অ্যামেন্ডমেন্ড)বিল।

আরও পড়ুন-পরিবর্তন না প্রত্যাবর্তন? সেনা পাহারায় রায় দিচ্ছে পাকিস্তান

সংশোধিত আইনে ঘুষখোরদের শাস্তি আরও কড়া করা হল। পাশাপাশি পরিস্থিতির ‘সুযোগ নেওয়া’-র সংজ্ঞাও বদল হল।  এখন থেকে ঘুষ নিলে বা দিলে নূন্যতম শাস্তি ছিল ৬ মাসের জেল। এবার তা বাড়িয়ে ৩ বছর করা হল। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে ৭ বছর প‌র্যন্ত। সঙ্গে জরিমানও দিতে হবে। কোনও ব্যক্তির বিরুদ্ধে বারবার ঘুষ নেওয়ার অভি‌যোগ প্রমাণ হলে ১০ বছর প‌র্যন্ত জেল হতে পারে।

আরও পড়ুন-গেরুয়া রথের চাকা গড়াবে কোন পথে? ঠিক হল রুদ্ধদ্বার বৈঠকে

উল্লেখ্য, বিলটি ইতিমধ্যেই রাজ্যসভায় পাস হয়েগিয়েছিল। এবার তা লোকসভাতেও পাস হয়ে গেল। বিলটি এবার ‌যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তাতে সাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

বিলটি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংবাদ মাধ্যমে বলেন, ঘুষ দেওয়া নেওয়া আটকাতে আইন আরও কড়া হল। দুর্নীতি আটকাতে সরকার বদ্ধপরিকর।

.